গাজীপুরে গার্ডেনিয়া ওয়ার্স কারখানায় শ্রমিক বিক্ষোভ
Published: 4th, October 2025 GMT
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের শিমুলতলী গ্রামে অবস্থিত গার্ডেনিয়া ওয়ার্স লিমিটেড কারখানায় আবারও উত্তেজনা দেখা দিয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকালে নিয়মিত কাজে যোগ দিতে এসে শ্রমিকরা ফটকে তালা ঝুলতে দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভে নামেন।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। এর আগেও গত ২৯ সেপ্টেম্বর একই দাবিতে আন্দোলন হয়েছিল। সে সময় মালিকপক্ষ ৩০ সেপ্টেম্বরের মধ্যে এক মাসের বেতন দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।
শনিবার সকালে কারখানা চালু হওয়ার কথা থাকলেও গেটের সামনে তালা ও নোটিশ ঝুলতে দেখে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
নোটিশে জানানো হয়, আগামী ৭ অক্টোবর বেতন প্রদান করা হবে এবং ৮ অক্টোবর থেকে কারখানা পুনরায় চালু করা হবে।
শ্রমিক প্রতিনিধি শামীম অভিযোগ করে বলেন, “প্রথমে আমাদের ১৮ সেপ্টেম্বর বেতন দেওয়ার কথা ছিল। পরে ১ অক্টোবর নতুন তারিখ দেওয়া হয়। কিন্তু কোনো প্রতিশ্রুতিই রক্ষা করা হয়নি। আজ সকালে হঠাৎ কারখানা বন্ধ দেখে আমরা বাধ্য হয়ে আন্দোলনে বসেছি।”
এসময় খবর পেয়ে শ্রীপুর শিল্প পুলিশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ওসি আবদুল লতিফ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন এবং আশ্বাস দেন যে রবিবার (৫ অক্টোবর) থেকে কারখানা চালু করা হবে। পাশাপাশি বৃহস্পতিবার (৯ অক্টোবর) এর মধ্যে সব বকেয়া বেতন পরিশোধ করা হবে বলেও তিনি শ্রমিকদের আশ্বস্ত করেন।
ঢাকা/রফিক/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
জাপানের পূর্ব উপকূলে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৮ ডিসেম্বর) জাপানের স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের পর আওমোরি, ইওয়াতে ও হোক্কাইডোর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।
আরো পড়ুন:
১৩ দিনে পাঁচবার ভূমিকম্পে কাপল নরসিংদী
আবারো ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী
ভূমিকম্পের ফলে সমুদ্রের কোথাও কোথাও এরই মধ্যে দেড় ফুট উচ্চতার ঢেউ দেখা যাচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএসর প্রকাশিত তথ্যে দেখা গেছে, সাত দশমিক ছয় মাত্রার এই ভূমিকম্পটি ছিল দেশটির উপকূল থেকে ৭০ কিলোমিটার দূরে সমুদ্রের ৩৩ মাইল গভীরে।
জাপানের আবহাওয়া সংস্থা এরই মধ্যে সুনামি সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, প্রায় ১০ ফুট উচ্চতার আঘাত হানতে পারে এই ভূমিকম্পের ফলে।
জাপানি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সুনামির সতর্কতা জারির পর ওসব অঞ্চলের বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভূমিকম্পের পর ইস্ট জাপান রেলওয়ে কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। খবর বিবিসির।
ঢাকা/এসবি