২০১১ সালের ৫ অক্টোবর মাত্র ৫৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের পালো অ্যালটোতে মৃত্যুবরণ করেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস। অ্যাপলের আইফোন ৪এস ও সিরি উন্মোচনের এক দিন পরই মৃত্যুবরণ করেন তিনি। গতকাল রোববার ছিল স্টিভ জবসের ১৪তম মৃত্যুবার্ষিকী। স্টিভ জবসের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। এক্সে (সাবেক টুইটার) দেওয়া আবেগঘন এক বার্তায় কুক লেখেন, ‘স্টিভ ভবিষ্যৎকে দেখেছিলেন উজ্জ্বল ও সীমাহীন এক দিগন্ত হিসেবে। তিনি পথ দেখিয়ে গেছেন আর আমরা এখনো সেই আলোয় পথ চলছি। আমরা তোমাকে গভীরভাবে মিস করি, আমার বন্ধু।’

প্রতিবছরই টিম কুক তাঁর পূর্বসূরির স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। শুধু তা–ই নয়, কুপারটিনোর ওয়ান ইনফিনিট লুপে অবস্থিত অ্যাপলের পুরোনো সদর দপ্তরে স্টিভ জবসের কাজের জায়গাটি এখনো আগের মতোই সংরক্ষণ করে রেখেছেন তিনি। সেখানে কেউ প্রবেশ করেন না, কিছুই পরিবর্তন করা হয়নি। সেটি আজ অ্যাপলের মূল দর্শন ও মূল্যবোধের প্রতীক হয়ে আছে। এ বিষয়ে এক সাক্ষাৎকারে কুক বলেন, ‘ওই অফিসে কেউ কখনো প্রবেশ করেনি। আমি স্টিভের সঙ্গে আমার সেই সংযোগকে ভালোবাসি, যেমন ভালোবাসি প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর অটুট সম্পর্ককে। তাঁর কাছ থেকেই আমাদের মূল্যবোধ, সংস্কৃতি আর উদ্ভাবনের স্পৃহা প্রবাহিত হয়েছে।’

আরও পড়ুনস্টিভ জবসের সঙ্গে কাজ করে যে ৩টি বিষয় শিখেছেন টিম কুক২৪ অক্টোবর ২০২৪

১৯৯৮ সালে স্টিভ জবস নিজে কুককে অ্যাপলে যোগ দিতে রাজি করান। সে সময় অ্যাপলের অবস্থা ছিল নাজুক। প্রযুক্তিবাজারে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছিল। এমনকি প্রযুক্তিপ্রতিষ্ঠান ডেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ডেল পর্যন্ত মন্তব্য করেছিলেন, ‘অ্যাপল বন্ধ করে দেওয়া উচিত’। কিন্তু স্টিভ জবসের দূরদৃষ্টি ও দৃঢ় নেতৃত্ব সেই পরিস্থিতি বদলে দেয়। তাঁর সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও দৃঢ় বিশ্বাসের ফলে অ্যাপল ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় এবং প্রযুক্তি জগতে নতুন মানদণ্ড স্থাপন করে।

আরও পড়ুনস্টিভ জবসের যে দক্ষতাকে এখনো ঈর্ষা করেন বিল গেটস১০ ফেব্রুয়ারি ২০২৫

জবসের মৃত্যুর পর টিম কুক জবসের দেখানো পথেই অ্যাপলকে এগিয়ে নিচ্ছেন। টিম কুক ভিন্ন নেতৃত্বশৈলীতে অ্যাপলকে আরও পরিণত করলেও জবসের দেখানো সেই আলোকিত পথ অ্যাপলের বিভিন্ন পরিকল্পনায় আজও দেখা যায়। এ বিষয়ে টিম কুক জানান, স্টিভ জবস এমন এক আলোকিত পথ দেখিয়ে গেছেন, যা এখনো উদ্ভাবনের দিকনির্দেশনা দেয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুনস্টিভ জবসের জীবনের ৩ বিচ্ছেদের গল্প শুনুন০৬ ফেব্রুয়ারি ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ট ভ জবস র অ য পল র

এছাড়াও পড়ুন:

‘৮ যুদ্ধের পাঁচটিই থামিয়েছি’ শুল্ক আরোপের হুমকি দিয়ে—দাবি করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার দাবি করেছেন, তিনি আটটি যুদ্ধের পাঁচটি থামিয়েছেন শুল্ক আরোপের হুমকি দিয়ে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুল্কের মাধ্যমে ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ (লাখ লাখ কোটি ডলার) আয় করছে; যা তাঁর কথায় মার্কিন অর্থনীতির জন্য লাভজনক হয়েছে।

ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি পাঁচটি যুদ্ধ সরাসরি শুল্কের হুমকি দেখিয়ে থামিয়েছি।’

মার্কিন প্রেসিডেন্ট পোস্টে আরও লিখেছেন, ‘আমরা বাইরের দেশ থেকে শুল্ক ও বিনিয়োগের মাধ্যমে ট্রিলিয়ন ডলার নিচ্ছি। আমি আটটি যুদ্ধের মধ্যে পাঁচটি সরাসরি থামিয়েছি, শুল্কের হুমকি দেখিয়ে—যদি তারা লড়াই থামাতে না চায় অথবা শুরু করে।’

ইতিপূর্বে বারবার নিজের করা দাবির পরিপ্রেক্ষিতে ট্রাম্পের এ নতুন মন্তব্য এসেছে। সেসব দাবিতে তিনি শুল্ক ব্যবহার করে চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামানোর কথাও বলেছিলেন। তবে ভারত কখনোই তাঁর ভূমিকাকে যুদ্ধবিরতি চুক্তিতে সহায়ক হিসেবে স্বীকার করেনি।

ইতিপূর্বে বারবার নিজের করা দাবির পরিপ্রেক্ষিতে ট্রাম্পের এ নতুন মন্তব্য এসেছে। সেসব দাবিতে তিনি শুল্ক ব্যবহার করে চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামানোর কথাও বলেছিলেন। তবে ভারত কখনোই তাঁর ভূমিকাকে যুদ্ধবিরতি চুক্তিতে সহায়ক হিসেবে স্বীকার করেনি।

আরও পড়ুনট্রাম্প কেন ৬টি যুদ্ধ থামানোর দাবি করছেন১৯ আগস্ট ২০২৫

ট্রাম্পের আরও যত দাবি

পূর্বসূরি জো বাইডেনকে নিশানা করে ট্রাম্প দাবি করেছেন, এখন প্রায় ‘কোনো মুদ্রাস্ফীতি নেই’; যা তাঁর কথায় ‘স্লিপি জো বাইডেন’–এর (ঘুমকাতুরে) অধীন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ ছিল।

ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘পুঁজিবাজার মাত্র ৯ মাসে ৪৮ বার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। লিওনার্দ লিও, কোচ এবং ওইসব দেশ যারা বছরের পর বছর নিজেদের শুল্ক ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা আর আমাদের দেশকে ধ্বংস করতে পারবে না।’

আমরা বাইরের দেশ থেকে শুল্ক ও বিনিয়োগের মাধ্যমে ট্রিলিয়ন ডলার নিচ্ছি। আমি আটটি যুদ্ধের মধ্যে পাঁচটি সরাসরি থামিয়েছি, শুল্কের হুমকি দেখিয়ে—যদি তারা লড়াই থামাতে না চায় অথবা শুরু করে।ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টআরও পড়ুনট্রাম্প যুদ্ধ থামিয়ে বন্ধু বাড়াবেন, সমালোচকদের তদন্তের আওতায় আনবেন২০ জানুয়ারি ২০২৫

উল্লেখ্য, লিওনার্দ লিও প্রভাবশালী মার্কিন রাজনৈতিক ব্যক্তিত্ব। কনজারভেটিভ বিচারপতি নিয়োগ ও কিছু শীর্ষ রাজনৈতিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। আর ‘কোচ’ বলতে ট্রাম্প কোচ পরিবারকে বুঝিয়েছেন; যারা মার্কিন রাজনীতিতে বড় পরিমাণ অর্থ বিনিয়োগ করে ও প্রভাব রাখে।

ট্রাম্প আরও বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ‘সবচেয়ে ধনী, শক্তিশালী ও সম্মানিত’ অবস্থায় রয়েছে। তাঁর কথায়, এর পেছনের মূল কারণগুলো হলো, ‘নভেম্বর ৫’, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও ‘শুল্ক’।

ট্রাম্প আরও বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ‘সবচেয়ে ধনী, শক্তিশালী ও সম্মানিত’ অবস্থায় রয়েছে। তাঁর কথায়, এর পেছনের মূল কারণগুলো হলো, ‘নভেম্বর ৫’, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও ‘শুল্ক’।

আরও পড়ুনরাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে ‘চাপ বাড়াচ্ছেন’ ট্রাম্প১০ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ