জুরাইনে গুলিতে যুবক আহত, দুজন আটক
Published: 22nd, November 2025 GMT
রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের গুলিতে মো. শাহিন ব্যাপারী (৩১) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক ও একটি পিস্তল জব্ধ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আজ শনিবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে জুরাইনের চেয়ারম্যান বাড়ি এলাকার ডলফিন স্কুলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
শাহিন একটি ফার্নিচারের দোকানের কর্মচারী বলে জানিয়েছে পুলিশ। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন মাইন উদ্দিন হাসান নামের এক পথচারী। তিনি বলেন, সন্ধ্যায় কে বা কারা ওই ব্যক্তিকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। পরে তাঁরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
এ বিষয়ে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছি। একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করছি। তাঁরা নিজেদেরকে ভুক্তভোগী দাবি করেছেন। আমরা যাচাই–বাছাই করছি।’
ওসি আরও বলেন, ‘দুই পক্ষই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানতে পেরেছি। যাঁদের আটক করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।’
পুলিশ জানায়, গুলিবিদ্ধ যুবকের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর নাম মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এক সেকেন্ডের ব্যবধানে ২ বার ভূমিকম্প: আবহাওয়া অধিদপ্তর
দুই দিনে টানা তৃতীয়বারের মতো দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। সবশেষ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে ২ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে প্রথম ভূ-কম্পনটি অনুভূত হয় সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে। মাত্রা ছিল ৩ দশমিক ৭। এরপর ফের সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয় ভূ-কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা, আর দ্বিতীয়টির উৎপত্তিস্থল নরসিংদীতে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।
আরো পড়ুন:
ভূমিকম্প আতঙ্ক: রবিবার বন্ধ থাকবে ঢাবি
‘মধুপুর ফল্টের কারণে ঢাকা উচ্চমাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে’
শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটেও দেশে ভূমিকম্প অনুভূত হয়। মৃদু ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল নরসিংদীর পলাশে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৩।
শুক্রবার (২১ নভেম্বর) দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওইদিন সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূ-কম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী।
শুক্রবারের মাঝারি মানের ওই ভূমিকম্পে এখন পর্যন্ত সারা দেশে ১০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে।
ঢাকা/এসবি