বিশ্বে বায়ুদূষণে ঢাকা চতুর্থ, ৬ স্থানের বায়ুমান বেশ খারাপ
Published: 23rd, November 2025 GMT
সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার সকালে রাজধানী ঢাকার বায়ুর মান খুব অস্বাস্থ্যকর। আর এর মধ্যে ঢাকার ছয় স্থানের বায়ুর মান বেশ খারাপ।
আজ সকাল সোয়া ৮টার দিকে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। ঢাকার বায়ুর মান ২১৫। বায়ুর এই মানকে খুব অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। বায়ুর মান ২০০-এর বেশি হলে তা খুব অস্বাস্থ্যকর বলে গণ্য হয়।
বায়ুদূষণের এই পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
নগরীর যে ছয় স্থানের বায়ু আজ খুব অস্বাস্থ্যকর, সেগুলো হলো ইস্টার্ন হাউজিং (২৪৯), দক্ষিণ পল্লবী (২২৩), বে’জ এজ ওয়াটার (২১৯), কল্যাণপুর (২১৫), গোড়ান (২০৩) ও বেচারাম দেউড়ি (২০৩)।
গত সপ্তাহের রোববার সকালে ঢাকার বায়ুমান ছিল ১৭৭। চার থেকে পাঁচ দিন ধরে ধারাবাহিকভাবে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষের দিকে থাকছে। ঢাকার বায়ুমান খুব অস্বাস্থ্যকর দেখা যাচ্ছে প্রায় প্রতিদিন।
বায়ুদূষণে আজ শীর্ষে আছে ভারতের নয়াদিল্লি, স্কোর ৪১৬। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ভারতের কলকাতা ও পাকিস্তানের করাচি। এই দুই নগরীর স্কোর যথাক্রমে ৩৩৬ ও ২২৯।
নগরবাসীর জন্য সতর্কতাআইকিউএয়ারের বায়ুদূষণের বার্তায় নগরবাসীর জন্য বেশ কিছু সতর্কতার কথা বলা হয়েছে। এর মধ্যে একটি হলো বাইরে বেরোলে অবশ্যই সবাইকে মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যথাসম্ভব কমাতে হবে। ঘরের জানালা বন্ধ রাখতে হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
লাখাইয়ে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১১
হবিগঞ্জের লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১১ জন আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার বামৈ ইউনিয়নের বামৈ পশ্চিম গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, একটি পাগলা কুকুর গ্রামে ঢুকে ১১জনকে কামড়ে আহত করে। পরে স্বজনরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে বাড়ি পাঠানো হয়। বাকিরা হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন।
আরো পড়ুন:
খুবিতে কুকুরের উৎপাত নিয়ন্ত্রণে বন্ধ্যাত্বকরণের উদ্যোগ
কালীগঞ্জে কুকুরের কামড়ে ৭ দিনে আহত অর্ধশতাধিক মানুষ
আহতরা হলেন- বামৈ গ্রামের নাজিল মিয়া (৫০), মহিনুল (৮), সাগর সরকার (২৫), শেফালি সরকার (২২), তামিম চৌধুরী (৭), হাবিবুর রহমান (৫৫), মারিয়া আক্তার (১৫), মাহিনুর (৮), মারজুল (৭), মরিয়ম (২), সিফাত (৪)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন বলেন, কুকুরে কামড় দিলে প্রথমেই ক্ষতস্থান কাপড় বা কাঁচা সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কোনোভাবেই ব্যান্ডেজ করা যাবে না। কুকুরটিকে যদি প্রাণিসম্পদ বিভাগ ধরে জলাতঙ্কবিরোধী ভ্যাকসিন দিয়ে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে পারে, তাহলে ঝুঁকি অনেক কমে যাবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
ঢাকা/মামুন/মাসুদ