ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সম্মেলন কক্ষে শনিবার পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। পরে সিএমএম আদালত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কনফারেন্সে সাক্ষীদের হাজির করা, পুলিশ রিমান্ড ও অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন, আদালত চত্বরের নিরাপত্তা বিধান, অনুসন্ধান বা তদন্তের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণ, জখমি সনদ (ইনজুরি সার্টিফিকেট), ময়নাতদন্ত, মরদেহের ফরেনসিক ও ভিসেরা প্রতিবেদন, মালখানা থেকে আদালতে আলামত উপস্থাপন এবং ন্যায়বিচার নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ মো.

সাব্বির ফয়েজ। তিনি বলেন, অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত ও দ্রুত বিচার নিষ্পত্তি হচ্ছে। কিন্তু সেই সংবাদ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। অপরাধী যেই হোক না কেন, তাঁর যথোচিত বিচারও যেমন হতে হবে তেমনি বিচারের খবরটিও জনগণের কাছে পৌঁছাতে হবে।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সাব্বির ফয়েজ বলেন, মানুষ আপনাদের প্রশংসা করার জন্য মুখিয়ে আছে। তারা আপনাদের কাছ থেকে শুধু আন্তরিক ব্যবহার ও সহযোগিতা চায়। তারা চায়, আপনারা হাসি মুখে দায়িত্ব পালন করুন। মানুষ আপনার ক্ষমতা দেখতে চায় না। দায়িত্ব পালন দেখতে চায়।

ঢাকার সিএমএম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কনফারেন্সে সভাপতিত্ব করেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আদালতে হাজিরা দিয়ে যাওয়ার পথে এক ব্যক্তিকে গুলি করে হত্যার করা হয়েছে। বিষয়টি উদ্বেগজনক। আদালতে আসা-যাওয়ার পথে বিচারপ্রার্থী জনগণ, বিচারক ও আইনজীবীবৃন্দ যদি নিরাপত্তার অভাব বোধ করেন, তবে ন্যায়বিচার ব্যাহত হবে।

বৈষম্যবিরোধীর মামলার ব্যাপারে মোস্তাফিজুর রহমান বলেন, ফৌজদারি কার্যবিধির সংশোধনীর মাধ্যমে ১৭৩এ ধারাটি যুক্ত করার একটি ভালো উদ্দেশ্য রয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি, এই ধারাটির কিছু অপব্যবহার হচ্ছে। এই বিষয়ে প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

কনফারেন্সে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী, ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম, ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানসহ পুলিশের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ছাড়া সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) প্রতিনিধিবৃন্দও উপস্থিত ছিলেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কনফ র ন স স এমএম তদন ত

এছাড়াও পড়ুন:

জামায়াতের এমপি পদপ্রার্থীর ৫ হাজার মোটরসাইকেলের শোডাউন

নওগাঁ-২ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে দলটির নেতাকর্মীরা।

শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার নজিপুর হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এতে প্রায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে অংশ নেন সমর্থকরা।

শোভাযাত্রাটি ঠুকনিপাড়া, নজিপুর বাসস্ট্যান্ড, শিবপুর বাজার, মধইল, আগ্রাদ্বিগুণ, আমইতাড়া, ধামইরহাট, মঙ্গলবাড়ি, শাহাপুর, ফতেপুর রোডে ঘুরে পুনরায় নজিপুর পাবলিক মাঠে এসে শেষ হয়।
আসনটিতে জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক দলটির কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা নায়েবে আমীরের দায়িত্বে আছেন।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে এনামুল হক বলেন, “অতীতের গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করাই আমাদের লক্ষ্য। আগামী দিনে নওগাঁর-২ (পত্নীতলা-ধামইরহাট) নতুনভাবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই।”

তিনি আরো বলেন, “আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ পরিচালিত হবে। জনগণের ভোটে যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই, তবে ন্যায়ের সমতা, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই হবে আমাদের প্রথম দায়িত্ব।”

ঢাকা/কেএন/ইভা

সম্পর্কিত নিবন্ধ

  • নির্বাচনে জয়ী হলে আমরা জনগণের খাদেম হব, শাসক নয়: জামায়াত নেতা বুলবুল
  • চট্টগ্রাম গণসংযোগ করলেন বিএনপি নেতা ইসরাফিল খসরু
  • জাতীয় পার্টির মাধ্যমে আ. লীগ পুনর্বাসনের চক্রান্ত জনগণ মানবে না: নাহিদ
  • নির্বাচন হতেই হবে, না হলে দেশে সংকট হবে: ডা. শফিকুর
  • নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে: ডা. শফিকুর
  • জামায়াতের এমপি পদপ্রার্থীর ৫ হাজার মোটরসাইকেলের শোডাউন
  • জকসু: ছাত্রদলের প্যানেল থেকে লড়বেন জুলাইয়ে গুলিবিদ্ধ অনিক
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের মধ্য দিয়ে জনগণের বিজয় হয়েছে: খেলাফত মজলিস
  • কথায় নয়, কাজে প্রমাণ দেব: সাতক্ষীরার ডিসি