Risingbd:
2025-11-23@02:32:19 GMT

মহাখালীতে বাসে আগুন

Published: 23rd, November 2025 GMT

মহাখালীতে বাসে আগুন

রাজধানীর মহাখালীতে যাত্রীবাহী বৈশাখী পরিবহনের একটি বাস আগুনে পুড়ে গেছে। শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনের সড়কে বাসটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। আগুনে বাসটি পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন:

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

শ্রীপুরে সাড়ে ৬ ঘণ্টা পর ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে 

গত বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর রামপুরায় বিটিভি ভবনের উল্টাপাশে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে, গত রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এবং রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। এসব ঘটনায় হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। 

ঢাকা/এমআর/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগ ন

এছাড়াও পড়ুন:

করদাতার ১০ খাতের আয়ে কর বসে, আয়ের খাতগুলো কী কী

এ দেশে একজন করদাতাকে তাঁর বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্নে আয়ের খাতগুলো দেখাতে হয়। আপনি কোন কোন খাত থেকে সারা বছরে আয় করলেন, তা রিটার্ন ফরমে দেখিয়ে দিতে হয়। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর জমার রিটার্ন ফরমে একজন করদাতার মোট আয়কে ১০ ধরনের আয় দিয়ে বিভাজন করেছে।

এর মানে হলো, ওই ১০ ধরনের আয় রিটার্ন ফরমে লিখে মোট আয় নির্ধারণ করতে হবে। পরে ওই আয়ের ওপর নিয়ম অনুসারে কর বসবে। তবে একজন করদাতার ওই ১০টি খাতের সব কটিতে আয় না–ও থাকতে পারে। তাই সব খাতেই আয় থাকতে হবে, বিষয়টি তেমন নয়।

একজন করদাতা আইটি ১১গ (২০২৩) রিটার্নের খাতভিত্তিক আয়ের বিবরণ ও মোট আয় নির্ধারণ করতে পারবেন।

৩০ নভেম্বর বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময় শেষ হচ্ছে।

এবার দেখা যাক, ওই ১০টি আয়ের খাত কী কী; যার ভিত্তিতে করদাতার মোট আয় নির্ধারিত হয়।

১. চাকরি থেকে আয়

সরকারি, বেসরকারি বা যেকোনো প্রতিষ্ঠানে চাকরি করে অর্জিত বেতন, ভাতা, বোনাস, ইনসেনটিভসহ সব ধরনের পারিশ্রমিক এই খাতে দেখাতে হয়।

২. ভাড়া থেকে আয়

বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান বা অন্য যেকোনো সম্পত্তি ভাড়া দিয়ে বছরে যে আয় হয়, তা এখানে উল্লেখ করতে হবে।

৩. কৃষি থেকে আয়

কৃষিজমি, ফসল, ফল, সবজি, পশুপালন বা যেকোনো কৃষিকাজ থেকে অর্জিত আয় এই খাতে অন্তর্ভুক্ত।

৪. ব্যবসা থেকে আয়

ব্যক্তিমালিকানাধীন ব্যবসা বা পেশাগত কার্যক্রম (যেমন ডাক্তার, আইনজীবী, পরামর্শক ইত্যাদি) থেকে প্রাপ্ত আয় এখানে দেখানো হয়।

৫. মূলধনি আয়

মুনাফা, ভাড়া, রয়্যালটি, সুদ বা অন্য সব মূলধনি সম্পদের ব্যবহারের বিনিময়ে অর্জিত আয় এই খাতে পড়ে।

৬. আর্থিক পরিসম্পদ থেকে আয়

ব্যাংকের সুদ বা মুনাফা, লভ্যাংশ, সঞ্চয়পত্রের মুনাফা, ট্রেজারি বন্ড বা সিকিউরিটিজ থেকে আয় এই অংশে উল্লেখ করতে হয়।

৭. অন্যান্য উৎসের আয়

রয়্যালটি, লাইসেন্স ফি, সম্মানী, ফি, সরকার প্রদত্ত নগদ ভর্তুকি বা যেকোনো বিচ্ছিন্ন ধরনের আয় এই খাতে পড়ে।

৮. ফার্ম বা ব্যক্তিসংঘের আয় থেকে প্রাপ্য অংশ

পার্টনারশিপ ব্যবসা বা ব্যক্তিসংঘের সদস্য হিসেবে যে আয় প্রাপ্য হয়, তা এখানে যোগ করতে হয়।

৯. অপ্রাপ্তবয়স্ক সন্তান, স্ত্রী বা স্বামীর আয়

যদি পরিবারের সদস্যদের কেউ করদাতা না হন এবং তাঁদের আয় করদাতার সঙ্গে যোগ হয়, তাহলে সেই আয়ের অংশ এই খাতে দেখাতে হয়।

১০. বিদেশে অর্জিত করযোগ্য আয়

বিদেশে কাজ, বিনিয়োগ বা সম্পদ থেকে অর্জিত করযোগ্য আয় থাকলে তা এই অংশে অন্তর্ভুক্ত করতে হবে।

সম্পর্কিত নিবন্ধ