রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ হাজার ৩০০ গ্রাম স্বর্ণালংকারসহ নূরুল আলম (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।  তাঁর কাছ থেকে ১৩ হাজার ৯৭০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে।

শনিবার বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলা থেকে অভিযান চালিয়ে নূরুল আলমকে গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপিবিএন এ তথ্য জানায়। এতে বলা হয়, এ নিয়ে চলতি বছর হজরত শাহজালাল বিমানবন্দর থেকে মোট ২৮ কেজি ৫০৮ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তির ভাষ্যমতে, শনিবার দুপুরে নূরুল আলম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে এপিবিএন সদস্যরা তাঁকে আটক করেন। এ সময় তাঁর গলায় ঝোলানো কাপড়ের ব্যাগ, পরনে থাকা জোব্বা এবং পায়জামার ডান পকেট থেকে ১ হাজার ৩০০ গ্রাম স্বর্ণালংকার এবং ১৩ হাজার ৯৭০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে; যা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা ( ১ রিয়াল=৩২ টাকা ৬৮ পয়সা ধরে)। স্বর্ণালংকারগুলো ২১, ২২ এবং ২৪ ক্যারেটের।

এপিবিএনের পক্ষ থেকে দাবি করা হয়, আটক নূরুল আলম বিমানবন্দরে সোনা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। চক্রটি বিভিন্ন দেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে যাত্রীদের মাধ্যমে সোনা আনে। নূরুল বিমানবন্দর থেকে এসব সোনা গ্রহণ (রিসিভ) করেন। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ এবং অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে আজকের এ অভিযান।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স বর ণ ল ক র

এছাড়াও পড়ুন:

ফেনীতে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

ফেনীতে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের মরদেহ উদ্ধার হয়। এদের মধ্যে একজন ট্রেনে কাটা পড়ে, একজন হোটেলে নাস্তা করতে গিয়ে এবং অন্যজন গাছের ডাল ভেঙে পড়ে মারা গেছেন।

ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ দীপক দেওয়ান বলেন, “ফেনীর ফাজিলপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়। রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় দুর্ঘটনার শিকার হতে পারেন তিনি। মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।” 

আরো পড়ুন:

মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা: চিকিৎসাধীন অবস্থায় সোহলের মৃত্যু

কাশিমপুর কারাগারে বন্দী সাবেক ওয়ার্ড কমিশনারের মৃত্যু

সকাল সাড়ে ১১টার দিকে সোনাগাজীর মতিগঞ্জ এলাকায় গাছ কাটার সময় ভেঙে পড়া ডালের আঘাতে মো. মুসা খাঁ (২৮) নামে এক শ্রমিক মারা গেছেন।

মুসা খাঁ বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার কালিরঘাট গ্রামের আবদুল খালেক খাঁর ছেলে। প্রায় দুই মাস আগে কাজের জন্য ফেনীতে আসেন এবং ধলিয়ার সোমবারিয়া বাজার এলাকায় ভাড়া থাকতেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সহকর্মীদের সঙ্গে গাছ কাটতে যান মুখা। এ সময় গাছের একটি ঢাল ভেঙ্গে পড়ে তার ওপর। গুরুতর আহত হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী মো. রাসেল বলেন, “গাছ কাটতে গিয়ে দুর্ঘটনায় মুসার মৃত্যু হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তার ছোট ভাই ঈসা খাঁ চট্টগ্রাম থেকে ফেনীতে আসতে রওনা হয়েছেন। আমরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার আবেদন করেছি।’ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাগেরহাটে নিয়ে যাওয়া হবে।

আজ সকাল সাড়ে ৮টার দিকে ফেনীর শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের গার্ডেন রেস্টুরেন্টে নাস্তা করতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান খালেদ মাহমুদ (৩০) নামে এক যুবক। দিনাজপুর সদর উপজেলার রাজবাড়ী এলাকার খাদেমুল ইসলামের ছেলে খালেদ ফেনীতে সিঙ্গার কোম্পানির সার্ভিস সেন্টারে কাজ করতেন।

রেস্টুরেন্টের ওয়েটার রকি বলেন, “মারা যাওয়া যুবক নিয়মিত নাস্তা করতে আসতেন। আজ কিছুটা অসুস্থ দেখাচ্ছিল। বলেছিলেন, ঘাড়ে ব্যথা। নাস্তা আনতে গিয়ে দেখি তিনি আরো অসুস্থ হয়ে পড়েছেন। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।”

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামজুজ্জামান বলেন, “খালেদের মরদেহ মর্গে রাখা হয়েছে। তার ভগ্নীপতি শাহাব উদ্দিন ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার আবেদন করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।”

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রায়হান উদ্দিন চৌধুরী বলেন, “সকাল থেকে দুপুরের মধ্যে তিনজনের মরদেহ হাসপাতালে আসে। একজন ট্রেনে কাটা পড়ে, একজন গাছের ঢাল পড়ে এবং একজন অস্বাভাবিকভাবে মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। তিনজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।” 

ঢাকা/সাহাব/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ভূমিকম্পে শিক্ষার্থীরা আতঙ্কিত, আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত
  • রেজাউদ্দিন স্টালিনের কবিতা: দশক ছাড়িয়ে সমগ্রতার ঘণ্টাধ্বনি
  • ‘রাজসাক্ষী’কে কি সাজা দেওয়া যায়
  • সংস্কৃতি রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শিল্পী–সংস্কৃতিকর্মীদের
  • কুষ্টিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে কৃষক নিহত
  • পাবনা-৩: ‘বিএনপির প্রার্থী পরিবর্তন না করলে চাচা-ভাতিজার একজন স্বতন্ত্র হব’
  • বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন প্রধান উপদেষ্টা
  • চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেট কার ছিটকে পড়ে একজনের মৃত্যু
  • ফেনীতে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু