বরগুনায় জালে উঠে এল ২ কোরাল, দাম কত?
Published: 23rd, November 2025 GMT
বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে ১১ কেজি ও ৭ কেজি ওজনের দুটি কোরাল মাছ ধরা পড়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বড় অঙ্কুজান পাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন নদীতে এক জেলের জালে মাছ দুটি ধরা পড়ে। বাজারে খোলা ডাকের মাধ্যমে ১৮ হাজার টাকায় মাছগুলো কিনে নেন রাসেল নামে এক মৎস্য ব্যবসায়ী।
বড় অঙ্কুজান পাড়ার জেলে সাগর মাঝি বলেন, “ভোরে পায়রা নদীতে আমি জাল ফেলি। পরে জাল তুলে দেখি, বড় দুটি কোরাল মাছ আটকা পড়েছে। তালতলী বাজারে খোলা ডাকে মাছ দুটি বিক্রি করেছি ১৮ হাজার টাকায়।”
আরো পড়ুন:
কাপ্তাই হ্রদে রুই জাতীয় মাছ কমছে
সেন্টমার্টিনে ধরা পড়ল ৩৫ কেজির পোয়া, দাম হাঁকছে ১২ লাখ
মাছের ক্রেতা রাসেল বলেন, “নদীর কোরাল খেতে খুবই সুস্বাদু হয়। মাছ দুটি সংরক্ষণ করা হয়েছে। এখনো ক্রেতা পাইনি। ক্রেতা না পাওয়া গেছে মাছ দুটি ঢাকায় বিক্রির জন্য পাঠানো হবে।”
তালতলী বাজারের মৎস্য ব্যবসায়ী হারুন তালুকদার জানান, পায়রা নদীতে গত দুই বছরের মধ্যে এত বড় কোরাল মাছ ধরা পড়েনি। এর আগে, সর্বোচ্চ ৪ থেকে ৫ কেজির কোরাল মাছ ধরা পড়েছে। অনেক ক্রেতা থাকায় জেলে সাগর মাঝি সর্বোচ্চ দাম পেয়েছেন।
ঢাকা/ইমরান/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৪০টির বেশি আসনে অসন্তোষ, কীভাবে সামলাবে বিএনপি
প্রার্থী ঘোষণার পর থেকেই বিএনপির মনোনয়নবঞ্চিতদের ক্ষোভ-বিক্ষোভ, কর্মীদের মধ্যে বিভাজন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। ৪০টির বেশি আসনে প্রার্থিতা নিয়ে অসন্তোষ চরমে পৌঁছেছে। এর জেরে বিক্ষোভ, মিছিল, সড়ক অবরোধের মতো কর্মসূচি চলছে। গতকাল শনিবারও অন্তত আটটি আসনে বিক্ষোভ হয়েছে। দলের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, মনোনয়ন বিরোধকে কেন্দ্র করে অনেক জায়গায় দলের ঐক্য নড়বড়ে হয়ে পড়েছে।