বড় জয়ে ঘরে ফেরা উদ্যাপন বার্সেলোনার
Published: 22nd, November 2025 GMT
বার্সেলোনা ৪–০ বিলবাও
আড়াই বছর পর ঘরে ফিরল বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে সেই প্রত্যাবর্তনও কী রাজকীয়ভাবে হলো বার্সার। অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে হারিয়ে ঘরে ফেরাটা উদ্যাপন করল বার্সেলোনা। আর এই জয়ে অন্তত এক দিনের জন্য হলেও লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠল কাতালান পরাশক্তিরা।
১৩ ম্যাচে ১০টিতে জেতা বার্সার পয়েন্ট ৩১। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৩১। বার্সেলোনা শীর্ষে আছে গোল ব্যবধানে এগিয়ে থাকায়। আগামীকাল রিয়াল এলচের বিপক্ষে হার এড়ালেই আবারও শীর্ষে উঠে যাবে।
ক্যাম্প ন্যুর গ্যালারি অবশ্য এখনো পুরোপুরি তৈরি হয়নি। আজ তাই ধারণক্ষমতা অর্ধেকেরও কম প্রায় ৪৫ হাজার দর্শক খেলা দেখতে পেরেছেন। আগামী মৌসুমে পুরো গ্যালারি খুলে দেওয়া হলে ১ লাখ ৫ হাজার দর্শক ক্যাম্প ন্যুতে ঢুকতে পারবেন।
ম্যাচের আগে–পরে আতশবাজি ফুটিয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন উদ্যাপন করেছে বার্সেলোনা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘ভূমিকম্প আতঙ্কে’ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ
ভূমিকম্প নিয়ে উদ্বেগের কারণে রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের কার্যক্রম ও দাপ্তরিক কর্মকাণ্ড চালু থাকবে।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা কয়েক দফায় হওয়া ভূমিকম্পের কারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। এ জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি কোন দিকে যায়, সেই বিবেচনা করে সোমবার আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব।’
শনিবার রাত সোয়া নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার শিক্ষার্থীদের পরিবহনসেবা বন্ধ থাকবে। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বাস যথারীতি চালু থাকবে। স্থগিত করা পরীক্ষার নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ যথাসময়ে ঘোষণা করবে। এ ছাড়া সবাইকে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলারও অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।