সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ভবন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: রায়হান কবিরের নেতৃত্বে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

শনিবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকা এবং আটি হাউজিং এলাকার কয়েকটি ক্ষতিগ্রস্থ ভবন পরিদর্শন করেন জেলা ব্যবস্থাপনা কমিটি।’

এসময় জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর খোঁজ-খবর নেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় যে সমস্ত ভবনগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখে এখন পর্যন্ত ২৫ টি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি।

তিনি আরো বলেন, এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি। তবে এই সংখ্যা আরো বাড়বে বলে মনে হচ্ছে।

বিভিন্ন পোশাক কারখানার বিষয়ে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি একটি পোশাক কারখানার ভবনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। বাকি ভবন গুলোর বিষয়ে আমরা মালিকদের সাথে যোগাযোগ করেছি আমাদের কাছে তথ্য দেওয়ার জন্য।  

এছাড়াও সিটি স্কুল কর্তৃপক্ষকে তিনি বলেন, আপনাদের যে ভবনটি নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলতে হবে, কারণ এটও ঝুঁকিপূর্ণ।  

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা শিরিন, রাজউকের জোন-৮ এর অথরাইজড অফিসার রঙ্গন মন্ডল, নারায়ণগঞ্জ গনপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আ: সালাম, সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদ খান, নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার মো: শাহজাহানসহ জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা প্রমূখ। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ভুমিকম্পে দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২

রূপগঞ্জে ভুমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামে ১০ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভুমিকম্পের সময় ঘটনাস্থলে হয়ে ভুলতা গাউছিয়া যাওয়ার সময় সড়কের পাশের দেয়াল ধসে শিশু ফাতেমা, তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমের ওপর পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নবজাতকের মৃত্যু হয়। 

পড়ে তারা দেয়ালের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। আহত অবস্থায় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করেন। 

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ভুমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে যান।
 

সম্পর্কিত নিবন্ধ

  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা হবে : পুলিশ সুপার
  • হোসেনপুরে বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু
  • উৎপত্তিস্থল মাধবদীতে এপাশ-ওপাশ দুলছিল উঁচু ভবনগুলো, মাটিতে ফাটল
  • তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে বন্দরে মহানগর বিএনপি গণমিছিল
  • রূপগঞ্জে ভুমিকম্পে দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২
  • আতাউর রহমান মুকুলের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন মাসুদুজ্জামান মাসুদ 
  • সিদ্ধিরগঞ্জে শাপলা কলির পক্ষে এনসিপির গনসংযোগ ও লিফলেট বিতরণ
  • সিদ্ধিরগঞ্জে অধ্যাপক মামুন মাহমুদের গণসংযোগ ও র‌্যালি
  • নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়