ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার
Published: 22nd, November 2025 GMT
ব্রাজিলের সাবেক অতিডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে রাজধানী ব্রাসিলিয়ায় তার ভিলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সামরিক অভ্যুত্থানের মূল পরিকল্পনাকার অভিযোগে কারাগারে যাওয়া এড়াতে একটি বিদেশী দূতাবাসে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ফেডারেল পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা সুপ্রিম কোর্টের অনুরোধে একটি প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করেছেন।
২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকা বলসোনারো পরবর্তী নির্বাচনে পরাজিত হয়েছিলেন। এরপরে তিনি সামরিক অভ্যুত্থানের চেষ্টা করেন বলে মামলা করা হয়েছিল।
সেপ্টেম্বরে ওই মামলায় বলসোনারোকে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে, আদালত এখনো সেই অপরাধের জন্য বলসোনারোর শাস্তি কার্যকরের নির্দেশ দেয়নি। কারণ ওই রায়ের বিরুদ্ধে একাধিক আইনি প্রক্রিয়া এবং আপিল চলছে।
আগস্ট মাস থেকে গৃহবন্দি থাকা বলসোনারোকে শনিবার গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরেস। কারণ আদালতের আশঙ্কা ছিল, মামলার শাস্তি এড়াতে ব্রাসিলিয়ার অনেক কূটনৈতিক কম্পাউন্ডে আশ্রয় নিতে পারেন বলসোনারো।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শ্যুটিংয়ে নিয়ে মডেলকে ধর্ষণ: পরিচালক নাসিরুদ্দিন গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে নাটকের শ্যুটিংয়ের প্রলোভন দেখিয়ে রিসোর্টে নিয়ে এক নারী মডেলকে দলবেঁধে ধর্ষণের মামলার প্রধান আসামি পরিচালক নাসিরুদ্দিন মাসুদকে দুই মাস পর গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে জানান জেলা ডিবি পুলিশের পরিদর্শক হাসমত উল্লাহ।
আরো পড়ুন:
মিস ইউনিভার্স: যে রাউন্ডে মিথিলার স্বপ্নভঙ্গ
‘মিস ইউনিভার্স’ বিজয়ী ফাতিমা
পুলিশ পরিদর্শক হাসমত উল্লাহ বলেন, ‘‘ঘটনার পর থেকে নাসিরুদ্দিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা বটতলা এলাকায় তার অবস্থান নিশ্চিত করে গাজীপুর ডিবির একটি দল। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’’
পরিদর্শক হাসমত উল্লাহ বলেন, “এ মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রধান আসামি ধরা পড়ায় ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট ও অন্য জড়িতদের ভূমিকা বের করা সহজ হবে।”
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী মডেল হিসেবে কাজ করেন। তাকে জানানো হয়েছিল নাসিরুদ্দিন নাটকের পরিচালক এবং তার সহযোগী বাবর। নাটকের শুটিংয়ের কথা বলে গত ২১ সেপ্টেম্বর রাতে ঢাকার মিরপুর থেকে তাকে শ্রীপুরের ‘রাস’ নামে রিসোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে গভীর রাতে একটি কক্ষে আটকে রেখে নাসির, বাবর ও পরিচয়হীন আরেক ব্যক্তি পালাক্রমে তাকে ধর্ষণ করে। পর দিন বিকেলে নির্যাতনের পর তাকে রিসোর্টের বাইরে ফেলে দেওয়া হয়। অভিযুক্তরা তার ব্যবহৃত আইফোনটিও ছিনিয়ে নেয়, যার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
পরবর্তীতে ভুক্তভোগী সেই তৃতীয় ব্যক্তির পরিচয়ও শনাক্ত করেন। তার নাম আবুল হাসেন। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে এমন নৈতিক অপরাধ করে আসছেন।
প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ওই মডেল। তিনি বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর কিছুটা হলেও আস্থা ফিরে পেয়েছি। তবে আমার ওপর যে বর্বরতা চালানো হয়েছে, এতে যারা জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হলে আরও সন্তুষ্ট হতাম। নিয়মিত আমাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছিল। এখন আশা করি বিচার পাব।”
শ্রীপুর থানায় দায়ের করা মামলায় নাসির (৩৫), বাবর (৩২) ও অজ্ঞাতনামা একজনকে আসামি করা হয়েছে। এখন তিনজনের পরিচয়ই নিশ্চিত হয়েছে বলে জানায় পুলিশ।
ঢাকা/রফিক/বকুল