পঞ্চগড়ে শীতের আমেজ দিনদিন বাড়ছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত এ জেলায় রবিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 

দিনাজপুরের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস 

আবহাওয়া অফিসের তথ্য মতে, গতকাল শনিবার একই সময়ে এখানে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থ্যাৎ, একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করেছে। সামনে তাপমাত্রার আরো অবনতি হবে।

এদিকে, আজ ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাট। বিভিন্ন ধরনের যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, “আজ সকাল ৯টায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা কমতে পারে। ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে।”

ঢাকা/নাঈম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স লস য় স দশম ক

এছাড়াও পড়ুন:

চলে গেলেন ‘চাঁদের আলো’ নির্মাতা

নির্মাতা শেখ নজরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল বয়স হয়েছিল ৮১ বছর। পরিচালকের মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির উপসচিব অপূর্ব রানা।

১৬ নভেম্বর মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন শেখ নজরুল ইসলাম। এর পর থেকেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
শেখ নজরুল ইসলাম একই সঙ্গে ছিলেন নির্মাতা, কাহিনিকার, সংলাপ ও চিত্রনাট্যকার, গীতিকার এবং অভিনেতা। খান আতাউর রহমান ও জহির রায়হানের সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে পথচলা শুরু তাঁর।

‘চাঁদের আলো’ সিনেমার পোস্টার। সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ