ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে ঢাবি ১৫ দিন বন্ধ
Published: 22nd, November 2025 GMT
ভূমিকম্পের কারণে সৃষ্ট জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিন্ডিকেটের সভায় বুয়েটের বিশেষজ্ঞ এবং প্রকৌশলীদের মতামতের ভিত্তিতে হলগুলোর ঝুঁকি মূল্যায়ন ও সংস্কারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, বন্ধের সময় অফিসগুলো খোলা থাকবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: আবেদন শুরু, নির্দেশিকা প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদনের সুযোগ ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এদিকে অনলাইনে আবেদনের নির্দেশিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার। লিখিত অথবা অফলাইনে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
অনলাইনে আবেদনের নির্দেশিকা—রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ এর আবেদনের জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.ru.ac.bd)-এর মাধ্যমে অনলাইনে ২০ নভেম্বর ২০২৫ তারিখ দুপুর ১২টা ১ মিনিট থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। কোনো লিখিত অথবা অফলাইন আবেদন গ্রহণযোগ্য নয়। নিচের পদ্ধতি অনুসরণ করে অনলাইনে আবেদন করা যাবে।
১. অনলাইন রেজিস্ট্রেশন (মোবাইল নম্বর যাচাই)ওয়েবসাইটের হোম পেজে রেজিস্টার (Register) বাটনে ক্লিক করলে পরবর্তী পেজে প্রার্থীকে তার এইচএসসি/সমমান এবং এসএসসি/সমমান উভয় পরীক্ষার রোল, শিক্ষা বোর্ড ও পাসের বছর প্রদান করতে হবে। সেই সঙ্গে পেজে প্রদত্ত একটি ছবিতে দৃশ্যমান সংখ্যা ও অক্ষর (Captcha) যথাস্থানে ইনপুট দিয়ে সাবমিট (Submit) বাটনে ক্লিক করে পরবর্তী পেজে অগ্রসর হতে হবে।
সঠিক এইচএসসি/সমমান এবং এসএসসি/সমমান উভয় পরীক্ষার রোল, শিক্ষা বোর্ড ও পাসের বছর দৃশ্যমান হলে ‘Mobile No. Verification’ এর জন্য উক্ত তথ্যের নিচে প্রার্থীর মোবাইল নম্বর প্রদান করতে হবে। মোবাইল নম্বর প্রদানের পর ‘Send OTP’ বাটনে ক্লিক করলে প্রদত্ত মোবাইল ফোনে একটি OTP পাঠানো হবে। প্রাপ্ত OTP নম্বরটি নির্ধারিত বক্সে লিখে ‘Verify OTP’ বাটনে ক্লিক করলে মোবাইল নম্বরটি নিশ্চিত হবে। প্রদত্ত মোবাইল নম্বরে প্রার্থীর ইউজারনেম ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে। উক্ত ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে।
কোনো কারণে ভুল এইচএসসি/সমমান এবং এসএসসি/সমমান উভয় পরীক্ষার রোল, শিক্ষা বোর্ড ও পাসের বছর দৃশ্যমান হলে ‘Reset’ বাটনে ক্লিক করে পূর্বের পেজে ফিরে যেতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা—মোবাইল নম্বরটি অবশ্যই প্রার্থীর নিজের অথবা অভিভাবকের হতে হবে। একই মোবাইল নম্বর একাধিক প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে না। প্রার্থীর ভর্তি সংক্রান্ত সকল প্রকার তথ্য প্রদানের জন্য প্রদত্ত নম্বরে যোগাযোগ করা হবে। মোবাইল নম্বর সতর্কতার সঙ্গে প্রদান করা প্রয়োজন। ভুল নম্বর প্রদান করলে প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে না এবং এ জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের স্থলে প্রযোজ্য ক্ষেত্রে Technical-Vocational/BM/DCOM সিলেক্ট করবেন।
GCE, BFA ও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা (Important: GEC-A Level, Diploma, BFA, and BOU students must enter their data here) লিংকে ক্লিক করে আবেদনকারীর তথ্যাবলি প্রদান করবেন। আবেদনকারীর প্রদত্ত তথ্য যাচাইয়ের পর প্রদত্ত মোবাইল নম্বরে প্রার্থীর ইউজারনেম ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে। উক্ত ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ছবি: প্রথম আলো