গাজীপুরের শ্রীপুরে নাটকের শ্যুটিংয়ের প্রলোভন দেখিয়ে রিসোর্টে নিয়ে এক নারী মডেলকে দলবেঁধে ধর্ষণের মামলার প্রধান আসামি পরিচালক নাসিরুদ্দিন মাসুদকে দুই মাস পর গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে জানান জেলা ডিবি পুলিশের পরিদর্শক হাসমত উল্লাহ। 

আরো পড়ুন:

মিস ইউনিভার্স: যে রাউন্ডে মিথিলার স্বপ্নভঙ্গ

‘মিস ইউনিভার্স’ বিজয়ী ফাতিমা

পুলিশ পরিদর্শক হাসমত উল্লাহ বলেন, ‘‘ঘটনার পর থেকে নাসিরুদ্দিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা বটতলা এলাকায় তার অবস্থান নিশ্চিত করে গাজীপুর ডিবির একটি দল। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’’ 

পরিদর্শক হাসমত উল্লাহ বলেন, “এ মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রধান আসামি ধরা পড়ায় ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট ও অন্য জড়িতদের ভূমিকা বের করা সহজ হবে।”

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী মডেল হিসেবে কাজ করেন। তাকে জানানো হয়েছিল নাসিরুদ্দিন নাটকের পরিচালক এবং তার সহযোগী বাবর। নাটকের শুটিংয়ের কথা বলে গত ২১ সেপ্টেম্বর রাতে ঢাকার মিরপুর থেকে তাকে শ্রীপুরের ‘রাস’ নামে রিসোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে গভীর রাতে একটি কক্ষে আটকে রেখে নাসির, বাবর ও পরিচয়হীন আরেক ব্যক্তি পালাক্রমে তাকে ধর্ষণ করে। পর দিন বিকেলে নির্যাতনের পর তাকে রিসোর্টের বাইরে ফেলে দেওয়া হয়। অভিযুক্তরা তার ব্যবহৃত আইফোনটিও ছিনিয়ে নেয়, যার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

পরবর্তীতে ভুক্তভোগী সেই তৃতীয় ব্যক্তির পরিচয়ও শনাক্ত করেন। তার নাম আবুল হাসেন। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে এমন নৈতিক অপরাধ করে আসছেন। 

প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ওই মডেল। তিনি বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর কিছুটা হলেও আস্থা ফিরে পেয়েছি। তবে আমার ওপর যে বর্বরতা চালানো হয়েছে, এতে যারা জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হলে আরও সন্তুষ্ট হতাম। নিয়মিত আমাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছিল। এখন আশা করি বিচার পাব।”

শ্রীপুর থানায় দায়ের করা মামলায় নাসির (৩৫), বাবর (৩২) ও অজ্ঞাতনামা একজনকে আসামি করা হয়েছে। এখন তিনজনের পরিচয়ই নিশ্চিত হয়েছে বলে জানায় পুলিশ। 

ঢাকা/রফিক/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও ভুটানের শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকের পর আজ শনিবার উভয় দেশ স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি ও ইন্টারনেট সংযোগ বিষয়ে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।

প্রথম সমঝোতা স্মারকটি স্বাস্থ্যকর্মী নিয়োগ-সংক্রান্ত, যা সই করে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এবং ভুটানের রয়্যাল সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশের পক্ষ থেকে দলিলে সই করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

দ্বিতীয় সমঝোতা স্মারকটি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইডথ এবং অন্যান্য টেলিযোগাযোগসেবা বাণিজ্য-সম্পর্কিত। বাংলাদেশ সরকার ও ভুটানের রয়্যাল সরকারের মধ্যে এটি সই হয়। বাংলাদেশের পক্ষ থেকে দলিলে সই করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সই অনুষ্ঠান ও নথি বিনিময় প্রত্যক্ষ করেন।

স্মারক সইয়ের আগে প্রধান উপদেষ্টা ও ভুটানের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক এবং রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গতকাল সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তোবগে ঢাকায় পৌঁছান। সকাল ৮টা ১৫ মিনিটে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রুকএয়ারের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। এ সময় তোবগে গত শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বৈঠক শেষে তাঁকে সামরিক সালাম মঞ্চে নেওয়া হয়। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় ১৯ বার তোপধ্বনি করা হয়।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান। সেখানে তিনি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন।

দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে সরকারের পক্ষ থেকে নৈশভোজের আয়োজন করা হয়।

সম্পর্কিত নিবন্ধ