বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ-৫ (সদর- বন্দর) আসনের বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের সার্বিক সহযোগিতায় ফ্রি চিকিৎসা, ঔষধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২২ নভেম্বর) সকাল দশটায় শহরের হাজীগঞ্জ গুদারাঘাটে দিনব্যাপী এই চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করা হয়।

‎মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চক্ষু,ডায়াবেটিসসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় চক্ষু রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ, চশমা ও ড্রপ বিতরণ করা হয়। এছাড়া ডায়াবেটিস ও রক্তের পরীক্ষাও বিনামূল্যে সম্পন্ন করা হয়।

‎এসময়ে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং তাদের সাথে লাইনে দাঁড়িয়ে ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন।

‎বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চিকিৎসা সেবা সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে  আজকে দিনব্যাপী বিনামূল্যে ফ্রি চিকিৎসা, ঔষধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা কম করে হলেও মাসে দুদিন এই কার্যক্রম পরিচালনা করবো।

‎তিনি আরও বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে খাদ্য দ্রব্য পাওয়া যাবে এবং বিনামূল্য চিকিৎসা প্রদান করা হবে।

আপনারা দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। দোয়া করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। আর আপনারা দোয়া করবেন আমার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।

‎এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল,সদস্য রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, পারভেজ খান, কামরুল হাসান রনি, জুনায়েদ মোল্লা জনি,হাবিবুর রহমান মাসুদ, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়া, যুবদল নেতা শেখ আব্দুল হালিম,নাছের হক ইমন, রবিউল ইসলাম, রতন মিয়া, মো.

নান্টু, আঃ রহমান, সজিব আহমেদ, মাহবুব আলম, আঃ হাকিম, মো. শাহিন প্রমুখ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব এনপ র দ ন কর রহম ন ব তরণ

এছাড়াও পড়ুন:

ভূমিকম্পে নিহত ১০, আহত ছয় শতাধিক, আতঙ্ক

ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এতে শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সবচেয়ে বেশি—পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়।

নিহত ব্যক্তিরা হলেন ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম (২০), ব্যবসায়ী আবদুর রহিম (৪৮), তাঁর ছেলে আবদুল আজিজ ওরফে রিমন (১২) এবং নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০)। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিহত হয় ১০ মাস বয়সী ফাতেমা; নরসিংদীতে শিশু ওমর ফারুক (১০), তার বাবা দেলোয়ার হোসেন (৪০), ফোরকান মিয়া (৩৫) এবং বৃদ্ধ কাজম আলী (৭৫) ও নাসির উদ্দীন (৬৫)।

ভূমিকম্পে ভেঙে পড়া ছাদের রেলিং দেখাচ্ছেন একজন। পুরান ঢাকার কসাইটুলী এলাকায়

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জবাসীর আস্থাতেই দল আমাকে মূল্যায়ন করেছে : মান্নান
  • মামুন মাহমুদকে গাড়ি উপহার দেইনি : মান্নান  
  • ভূমিকম্পে নিহত ১০, আহত ছয় শতাধিক, আতঙ্ক
  • মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে সোনারগাঁয়ে মশাল মিছিল
  • বহিস্কারাদেশ প্রত্যাহারে বন্দরে মুকুল সমর্থক ফোরামের উদ্যাগে দোয়া
  • না’গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যক্তিকে চা দোকানের সামগ্রী বিতরণ 
  • সদর থানার মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে সিদ্ধিরগঞ্জে মশাল মিছিল
  • না’গঞ্জে বালক (অনূর্ধ্ব -১৫) ডেভেলপমেন্ট ফুটবল প্রতিযোগিতার বাছাই ও প্রশিক্ষণ