মেট্রোরেল লাইনের ওপর ড্রোন পড়ে থাকায় ৯ মিনিটের জন্য আজ শনিবার রাতে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। এরপর অবশ্য চালু হয়। আজ শনিবার রাতে এক খুদে বার্তায় মেট্রোরেল কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝখানে মেট্রোরেল লাইনের ওপর একটা ড্রোন পড়ে থাকায় মেট্রোরেল চলাচল সাময়িক বিঘ্ন ঘটে। এতে রাত ৮টা ৪৭ থেকে ৮টা ৫৬ পর্যন্ত মোট ৯ মিনিট মেট্রো চলাচল বন্ধ ছিল। পরে ড্রোনটি অপসারণ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব কাজীপাড়া মেট্রো রেলস্টেশনের কাছে লাইনের ওপর থেকে পুলিশ অবিস্ফোরিত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইমাম আহমদ রেযা মুসলিম জাতির জন্য আশীর্বাদস্বরূপ

ইমাম আহমদ রেযা মুসলিম জাতির জন্য আশীর্বাদ। তার বহুধর্মী গবেষণা বিশ্ব মুসলিমের জন্য অনুপম দৃষ্টান্ত বটে। বিশ্বের অসংখ্য বিশ্ববিদ্যালয়ে তার জীবনী, কর্ম ও লেখার ওপর উচ্চতর গবেষণা করে অনন্য শিখরে আরোহিত হয়েছেন অনেকেই। ইশকে মুস্তফার সাগরে নিমজ্জিত এমন হাস্তির জন্ম যুগান্তরের অনিমেষ বার্তা। চতুর্দশে বাতিল মোকাবিলায় তার বহুমাত্রিক লেখনি অগ্নিস্ফুলিঙ্গের মত কাজ করেছে। 

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ১০৭তম ওফাত দিবস উপলক্ষে আলা কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন।

আরো পড়ুন:

জাতীয় পার্টির মাধ্যমে আ. লীগ পুনর্বাসনের চক্রান্ত জনগণ মানবে না: নাহিদ

নানা আয়োজনে ইবির ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

ইমামে আযম ও আলা হযরত গবেষণা পরিষদ জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শাইখুল হাদীস হাফেজ সোলাইমান আনসারীর সভাপতিত্বে ও সংগঠনের আহবায়ক মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের আহ্বানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান শাইখুল হাদীস কাজী মুহাম্মদ মুঈন উদ্দীন আশরাফী।

আলা হযরতের জীবনী ও গবেষণার বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা জসিম উদ্দীন আল আজহারী, ড. মাোহাম্মদ শফিকুর রহমান, মুফতি মাহমুদুল হাসান আলকাদেরী, ড. মাসুম বাকী বিল্লাহ, ড. এমদাদুল ইসলাম, ড. মুহাম্মদ নাসির উদ্দীন নঈমী, মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী, সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারী, মুফতি এয়াকুব হোসাইন আলকাদেরী, মুফতি আব্দুল আজিজ রেজবী, শাইখ জয়নুল আবেদীন কাদেরী, সহকারী অধয়াপক আহমদ রেজা, কাজী মুবারক হোসাইন ফরায়জী, আলহ্জ্বা মোহাম্মদ ইকবাল, প্রিন্সিপাল হাবিবুর রহমান, আব্দুল মালেক বুলবুল, মোহাম্মদ হোসেন, এডভোকেট নূরুল হুদা আনসারী, মুফতি মহিউদ্দিন হামিদী,  মাওলানা একরামুল ইসলাম, ফরহাদুল ইসলাম বুলবুলি, মাওলানা মাঈনুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।

কনফারেন্সে বক্তারা বলেন, বিশ্বের সেরা তাফসীর গ্রন্থ কানযুল ঈমান ও খাযাইনুল ইরফান এবং কানযুল ঈমান ও নুরুল ইরফান বিশ্বব্যাপী সমাদৃত। তাফসীর গ্রন্থদ্বয়ে ঈমান- আক্বিদা বিষয়ে তথ্য ও তাত্ত্বিক বিশ্লেষণমূলক টিকা-টিপ্পনী সত্যিই অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। কিয়ামত পর্যন্ত এই গ্রন্থ নূহ (আ.) এর কিস্তির ন্যায় ভূমিকা রাখবে।

চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেযা খান ব্রেরলবি (রহ.) দর্শন ও গবেষণা উগ্রবাদ দমনে শান্তিময় বিশ্ব গড়ার পাথেয়। মানবতার মুক্তির জন্য আমরণ কাজ করে অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। ইসলামের মৌলিক বিষয়ের ওপর যখনই আঘাত এসেছে, তাৎক্ষণিক লেখনি ও বক্তব্যের মাধ্যমে তা রোধ করতে সময়ক্ষেপণ করেননি ইমাম আহমদ রেযা খান বেরলভি (রহ.)। তাঁর জেতস্বী বক্তব্য এবং লেখনি ছিল শাণিত তলোয়ারের ন্যায়। তিনি সময়ের চাহিদা অনুযায়ী লেখতেন এবং বক্তব্য রাখতেন। এই জন্য পথভ্রষ্ঠ বর্ণবাদীরা তাঁকে সমীহ করে চলতো। এমনকি যারা বিশ্বাময় স্বীকৃত বাতিল আলেম তারাও আলা হযরতের গবেষণা ও ফতোয়ার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। এক কথায় ঐ শতাব্দীতে সর্বাঙ্গীন বহুমাত্রিক মুকুট হীন সম্রাট ছিলেন তিনি। একজন আলেম হয়েও অর্থনীতি, রাজনীতি, দর্শন এবং সৌরজগতসহ বিবিধ বিষয়ে তাঁর দালিলীক বক্তব্য ছিল সময়ের সেরা আলোচিত বিষয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সাধারণ মানুষের সমস্যা সমাধানে সিদ্ধ হস্ত ছিলেন বলেই আলা হযরত নামটা বড়ই প্রাসঙ্গিক ছিল।

আলা হযরতের পদাঙ্ক অনুসরণে বর্তমান প্রজন্মের জন্য অনন্য শিক্ষা মনে করেন বক্তারা।

পরিশেষে মিলাদ ও কিয়াম এবং মোনাজাতের মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি ঘটে।
 

ঢাকা/নঈমুদ্দীন/এসবি

সম্পর্কিত নিবন্ধ