হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সঙ্গে আবার সম্পর্ক শুরু করবে ভারত, আশা নাহিদ ইসলামের
Published: 22nd, November 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ-ভারত বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ফেরত চাইতে পারে। ভারত সেখানে বাধা দিতে পারে না। তিনি বলেন, ‘আমরা আশা করব, শেখ হাসিনাকে ফেরত দিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে।’
আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন নাহিদ ইসলাম। জুলাই গণহত্যার দায়ে দণ্ডিত ব্যক্তিদের সাজা কার্যকর এবং দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির জোটসঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল ও সমাবেশের আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর।
সমাবেশ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে মানুষ ইনসাফ পাবে। এই রায় কোনো রাজনৈতিক প্রতিশোধ নয়; শেখ হাসিনার ফাঁসির রায় বাংলাদেশের মজলুম নির্যাতিত জনগণের প্রতি ন্যায়বিচার। আমরা সেই ন্যায়বিচারের জন্য জুলাই-আগস্টে রাজপথে নেমেছিলাম।’
শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে যত ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক তৎপরতার প্রয়োজন, অন্তর্বর্তী সরকার অবিলম্বে তা শুরু করবে বলে আশা প্রকাশ করেন নাহিদ ইসলাম।
অন্তর্বর্তী সরকারের কাছে তিনটি দাবি জানান এনসিপির আহ্বায়ক। এর মধ্যে রয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করা; দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জাতীয় পার্টিসহ আওয়ামী সহযোগী দলগুলোকে বিচারের আওতায় আনা।
ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মনে করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘ভারত সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, যদি বাংলাদেশের সঙ্গে সত্যিকারার্থে সম্পর্ক করতে চান, যদি চান বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি সুসম্পর্ক বজায় রাখবে; তাহলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করুন।’
জাতীয় পার্টির নামে আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র ও পরিকল্পনা চলছে বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি প্রশ্ন তোলেন, ৫ আগস্টের পর জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা ও নির্বাচন কমিশনের সংলাপে জাতীয় পার্টি ও ১৪ দলকে রাখা হয়নি, তাহলে কিসের ভিত্তিতে তারা নির্বাচনে অংশ নেবে।
যে আওয়ামী লীগ ও শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, সেই হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘ভারত সরকার তাদের দেশের নাগরিকদের জোরপূর্বক পুশ ইন করছে (ঠেলে পাঠাচ্ছে)। ভারতীয় মুসলিম নাগরিকদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আমরা ভারত সরকারকে বলতে চাই, নিজের দেশের নাগরিকদের নয়, পুশ ইন করতে হলে অতিদ্রুত হাসিনাকে পুশ ইন করুন।’
দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবেসমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের দাবি পরিষ্কার—শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। তিনি আওয়ামী লীগের প্রধান থেকে খুনের নির্দেশ দিয়েছেন। তাই দল হিসেবে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে তাদের সহযোগী জাতীয় পার্টিসহ বিভিন্ন গৃহপালিত দলকেও নিষিদ্ধ করতে হবে।’
শেখ হাসিনার ফাঁসির রায়ের পর তাঁর পক্ষে যেসব বিশ্ববিদ্যালয় শিক্ষক বিবৃতি দিয়েছেন, তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান এই এনসিপি নেতা।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন বলেন, ‘শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, ইন্ডিয়া নয় শুধু, পৃথিবীর কোনো দেশ হাসিনার রায় কার্যকর হওয়াকে ঠেকাতে পারবে না।’ বাংলাদেশে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কোনো জায়গা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের মাথা থেকে এই মিছিল শুরু হয়.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন হ দ ইসল ম দল হ স ব ক র যকর এনস প র র আহ ব সরক র আওয় ম
এছাড়াও পড়ুন:
রুনা লায়লাকে নিয়ে আফজাল হোসেনের আবেগঘন পোস্ট
কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমে জনপ্রিয় সুফিগান ‘মাস্ত কালান্দার’গেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। ১৭ নভেম্বর রুনা লায়লার জন্মদিন সামনে রেখে গানটি প্রকাশ পেয়েছে। এটি দিয়ে তৃতীয় মৌসুম শেষ হয়েছে। গানপ্রেমীদের পাশাপাশি বিনোদন অঙ্গনের মানুষদেরও মন কেড়েছে এই গান। অভিনয়শিল্পী, চিত্রকর ও নির্মাতা আফজাল হোসেন নতুন সংগীতায়োজনে ‘মাস্ত কালান্দার’ শুনে মুগ্ধতা প্রকাশ করেছেন। নিজের ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, কোক স্টুডিও বাংলাতে “মাস্ত কালান্দার”শুনে সকালটা সুন্দর হয়ে গেল।
‘মাস্ত কালান্দার’ গানটি নিয়ে রুনা লায়লা বলেন, ‘এটি সব সময় আমার হৃদয়ের খুব কাছের একটি গান। নতুনভাবে, তরুণ শিল্পীদের সঙ্গে আবার গানটি গাইতে পেরে আমি আনন্দিত। প্রজন্ম-পরম্পরায় গানটির নতুনভাবে ফিরে আসা আমাকে আনন্দ দিয়েছে।’
আরও পড়ুনগিনেস বুকে রুনা লায়লা ও তাঁর জীবনের নানান বাঁক১৭ নভেম্বর ২০২৫সংগীতশিল্পী রুনা লায়লা