বাংলাদেশ ও ভুটানের শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকের পর আজ শনিবার উভয় দেশ স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি ও ইন্টারনেট সংযোগ বিষয়ে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।

প্রথম সমঝোতা স্মারকটি স্বাস্থ্যকর্মী নিয়োগ-সংক্রান্ত, যা সই করে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এবং ভুটানের রয়্যাল সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশের পক্ষ থেকে দলিলে সই করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো.

সাইদুর রহমান।

দ্বিতীয় সমঝোতা স্মারকটি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইডথ এবং অন্যান্য টেলিযোগাযোগসেবা বাণিজ্য-সম্পর্কিত। বাংলাদেশ সরকার ও ভুটানের রয়্যাল সরকারের মধ্যে এটি সই হয়। বাংলাদেশের পক্ষ থেকে দলিলে সই করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সই অনুষ্ঠান ও নথি বিনিময় প্রত্যক্ষ করেন।

স্মারক সইয়ের আগে প্রধান উপদেষ্টা ও ভুটানের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক এবং রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গতকাল সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তোবগে ঢাকায় পৌঁছান। সকাল ৮টা ১৫ মিনিটে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রুকএয়ারের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। এ সময় তোবগে গত শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বৈঠক শেষে তাঁকে সামরিক সালাম মঞ্চে নেওয়া হয়। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় ১৯ বার তোপধ্বনি করা হয়।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান। সেখানে তিনি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন।

দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে সরকারের পক্ষ থেকে নৈশভোজের আয়োজন করা হয়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র র সমঝ ত

এছাড়াও পড়ুন:

বন্দরে আটক প্রতারককে ৫৪ ধারায় আদালতে প্রেরণ, ক্ষোভ   

বন্দরে জাপা দোসর কামাল চেয়ারম্যানের ঘনিষ্ট সহযোগি প্রতারক কাইয়ুম (৩০) কে আটক করে পুলিশে সোর্পদ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। আটককৃত প্রতারক  কাইয়ুম বন্দর উপজেলার জাঙ্গাল এলাকার মৃত আমির হোসেন মিয়ার ছেলে।

পুলিশ আটককৃত প্রতারককে ৫৪ ধারায় শনিবার (২২ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে। এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বন্দর উপজেলার জাঙ্গাল এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।

এদিকে জাপা দোসর কামাল চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী হওয়া সত্বেও  প্রতারক কাইয়ুমের বিরুদ্ধে  মামলা না দিয়ে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণের ঘটনায় র্তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, গত ২০২৩ইং সালে ইউপি নির্বাচনে প্রতারক কাইয়ুম জাপা নেতা কামাল চেয়ারম্যানের পক্ষ নিয়ে  পুলিশের উপর সন্ত্রাসী হামলা চালানো অভিযোগ রয়েছে।  

এছাড়াও তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারিদের উপর সন্ত্রাসী হামলা চালানোসহ গনমাধ্যমকর্মী পরিচয়ে দীর্ঘ দিন  সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছিল। 
 

সম্পর্কিত নিবন্ধ