সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা
Published: 23rd, November 2025 GMT
আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনার কথা রয়েছে। তাঁরাসহ ১০ মামলায় মোট ৪১ আসামিকে আজ ট্রাইব্যুনালে আনা হবে। এ উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ সকালে দেখা যায়, হাইকোর্টের মূল ফটকের সামনে পুলিশ সদস্যদের অবস্থান। হাইকোর্টের মূল ফটকের ভেতরের অংশে সেনা সদস্যদের অবস্থান। এরপর হাইকোর্টের মূল ফটক থেকে ট্রাইব্যুনালের দুই পাশে অনেক বিজিবি সদস্য অবস্থান নিয়েছেন। ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে রয়েছে র্যাবের অবস্থান। ট্রাইব্যুনালের ভেতরে পুলিশ ও এপিবিএন বিপুলসংখ্যক সদস্যদের অবস্থান রয়েছে।
টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মোট আসামি ১৭ জন। এর মধ্যে ১০ জন গ্রেপ্তার আছেন। তাঁরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো.
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এই আসামিদের প্রথম সাতজন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে এবং শেষের তিনজন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ সাত আসামি পলাতক।
জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে তিন আসামি গ্রেপ্তার আছেন। তাঁরা হলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক তিন পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১০ আসামি পলাতক।
গুমের এই দুটি মামলায় এর আগে গত ২২ অক্টোবর গ্রেপ্তার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ম ল ফটক র অবস থ ন কর ন ল অপর ধ সদস য
এছাড়াও পড়ুন:
তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে শিল্পপতি বাবুলের দিনব্যাপী কর্মসূচী
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান’র ৬১তম জন্মদিন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল দশটায় শহরের মিশনপাড়াস্থ নিজ কার্যালয়ে আয়োজিত হয় রক্তদান কর্মসূচী। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগৃহীত রক্ত দান করা হয় রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ এর ব্লাড ব্যাংকে।
এরপর নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিজ কর্মী দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করান এবং তার অর্থায়নে হাসপাতালের জন্য দুটি হুইলচেয়ার, হাসপাতালের সামনের যানজট নিরসনে একটি হ্যান্ড মাইক এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য ১০ টি ময়লার বিন প্রদান করে। তাছাড়া নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুটি হুইল চেয়ার এবং বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি হুইলচেয়ার প্রদান করা হয়।
এছাড়া সকাল থেকে তার উদ্যোগে বন্দর উপজেলার পুরানবন্দর চৌধুরীবাড়ি এলাকার ছালা পাগলার দরবার প্রাঙ্গণে আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন। আবু জাফর বাবুলের অর্থায়নে এবং মেডিভিশন আই হাসপাতালের সহায়তায় ডাক্তার লোকমান হোসেনের মাধ্যমে করা হয় এই আয়োজন।
দুপুরে মাদ্রাসার এতিম ও তলবে এলেম শিক্ষার্থীদের নিয়ে করা হয় দোয়া ও মেহমানদারীর আয়োজন । বন্দর উত্তর লক্ষণখোলা, কড়ইতলা, মদীনাতুল উলূম মাহমুদিয়া মাদ্রাসার ৭ শতাধিক এতিম ও তলবে এলেম শিক্ষার্থী এবং ৩ শতাধিক বিএনপির নেতাকর্মী সহ স্থানীয় ব্যাক্তিবর্গ নিয়ে করা হয় এই আয়োজন।
সেখানে তারেক রহমান ও বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহতামিম মুফতি মো. আবুল কাশেম।
এ সময় উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাংগঠনিক সম্পাদক নাসিরুল্লাহ টিপু, মহানগর ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুস সাত্তার, ২৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. বাবুল মিয়া, মো. আজিম সাউদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান চুন্নু সাউদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবুল কাশেম, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. নুর মিয়া, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শফিউদ্দিন সোহেল প্রদান, সহ-সভাপতি মো. সেলিম, মো. আমানত প্রধান, সহ-সাধারণ সম্পাদক মো. ফারুক প্রধান, সাংগঠনিক সম্পাদক ইসলাম নাড়ু, সহ সাংগঠনিক সম্পাদক মো. ইমদাদুল হক, ২৭ নং ওয়ার্ড সভাপতি মো. ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক মো. রমজান মিয়া, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান বাদল, ধামগড় ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সভাপতি হাজী হাসান, ৯ নং ওয়ার্ড সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহআলম সাউদ, সাংগঠনিক সম্পাদক মো. খালেক মিয়া ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এছাড়াও নারায়ণগঞ্জ আদর্শ স্কুল এবং নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা লাইব্রেরীতে জিয়াউর রহমানের জীবনী এবং বাংলাদেশ গড়ার পেছনে তার অবদান সম্পর্কিত বিভিন্ন বই প্রদান করা হয় ।