কুমিল্লায় তল্লাশির সময় মাদক, ছুরিসহ এক যুবককে আটকের পর তাঁকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় আটক যুবক পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যান। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানায়, আজ শনিবার দুপুরে কুমিল্লা শহরের ধর্মপুর রেলগেট এলাকায় কোতোয়ালি মডেল থানা–পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় গাঁজা, ছুরিসহ মো.

রবিন (৩০) নামের এক যুবককে আটক করে। আটকের পর জানা যায়, তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি ধর্মপুর এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ১০টি মামলা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ধর্মপুর এলাকার চেকপোস্টে মাদকসহ রবিনকে পুলিশ আটক করলে সেখানে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় রবিনের সহযোগীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। তাঁরা পুলিশের কাছ থেকে রবিনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যান। হামলায় পুলিশের একটি গাড়ির গ্লাস ভাঙাসহ আরও ক্ষতি হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রাশেদুল হক চৌধুরী বলেন, হামলায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারীরা মাদক ব্যবসায়ী। ঘটনার পর অভিযুক্ত আসামি ও হামলায় জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযানে নেমেছেন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভিডিও ফুটেজ দেখে এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সদস য

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলে ১৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা

টাঙ্গাইলের ধনবাড়ীতে তরুণ প্রজন্মকে মাদকসহ অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অনুষ্ঠিত হলো ১৫ কিলোমিটার হাফ ম্যারাথন প্রতিযোগিতা। এতে অংশ নেন দেশের বিভিন্ন জেলার সাড়ে তিন শতাধিক প্রতিযোগী।

শনিবার (২২ নভেম্বর) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ম্যারাথনের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। 

ধনবাড়ী নওয়াব এস্টেটের মোতাওয়াল্লী আফিফ উদ্দিন আহমাদ স্মারক উন্মোচন করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অংশগ্রহণকারীরা বলেন, প্রতিটি মানুষের শরীর সুস্থ রাখতে অধ্যাবসায়ের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মুঠোফোন, অবাধ ইন্টারনেট ব্যবহার, মাদকসহ অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিযোগিতায় প্রথম হওয়া আশরাফুল আলম কাশেম বলেন, “প্রতিযোগিতায় অংশ নিতে সিলেট এসেছি। প্রথম হয়ে খুব ভালো লাগছে। নিজেকে সুস্থ রাখতে সুশৃঙ্খল সমাজ গড়তে ম্যারাথনসহ খেলাধুলার বিকল্প নেই।”

প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়া পাবনার ইমরান হোসেন বলেন, “বর্তমানে সমাজে মাদক, সন্ত্রাস ও অপরাধ বেড়েই চলেছে। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে ও সুস্বাস্থ্যের জন্য ম্যারাথনে অংশ নেই। দেশের বিভিন্ন প্রান্তে রানারদের যে পরিমাণ প্রাইজমানি দেয়া হয়, তা যতেষ্ঠ নয়। এটি আরো বাড়ানো প্রয়োজন।”

স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সোলায়মান হোসেন বলেন, “সমাজ থেকে মাদক-সন্ত্রাস দূর করতে প্রতি বছরই এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়।”

অনুষ্ঠানে শিশুদের খেলাধুলা, কাবাডি, রশি টানাটানিসহ নানা খেলার আয়োজন হয়। এছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঢাকা/কাওছার/এস

সম্পর্কিত নিবন্ধ

  • টাঙ্গাইলে ১৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা