ইমাম আহমদ রেযা মুসলিম জাতির জন্য আশীর্বাদ। তার বহুধর্মী গবেষণা বিশ্ব মুসলিমের জন্য অনুপম দৃষ্টান্ত বটে। বিশ্বের অসংখ্য বিশ্ববিদ্যালয়ে তার জীবনী, কর্ম ও লেখার ওপর উচ্চতর গবেষণা করে অনন্য শিখরে আরোহিত হয়েছেন অনেকেই। ইশকে মুস্তফার সাগরে নিমজ্জিত এমন হাস্তির জন্ম যুগান্তরের অনিমেষ বার্তা। চতুর্দশে বাতিল মোকাবিলায় তার বহুমাত্রিক লেখনি অগ্নিস্ফুলিঙ্গের মত কাজ করেছে। 

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ১০৭তম ওফাত দিবস উপলক্ষে আলা কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন।

আরো পড়ুন:

জাতীয় পার্টির মাধ্যমে আ.

লীগ পুনর্বাসনের চক্রান্ত জনগণ মানবে না: নাহিদ

নানা আয়োজনে ইবির ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

ইমামে আযম ও আলা হযরত গবেষণা পরিষদ জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শাইখুল হাদীস হাফেজ সোলাইমান আনসারীর সভাপতিত্বে ও সংগঠনের আহবায়ক মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের আহ্বানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান শাইখুল হাদীস কাজী মুহাম্মদ মুঈন উদ্দীন আশরাফী।

আলা হযরতের জীবনী ও গবেষণার বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা জসিম উদ্দীন আল আজহারী, ড. মাোহাম্মদ শফিকুর রহমান, মুফতি মাহমুদুল হাসান আলকাদেরী, ড. মাসুম বাকী বিল্লাহ, ড. এমদাদুল ইসলাম, ড. মুহাম্মদ নাসির উদ্দীন নঈমী, মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী, সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারী, মুফতি এয়াকুব হোসাইন আলকাদেরী, মুফতি আব্দুল আজিজ রেজবী, শাইখ জয়নুল আবেদীন কাদেরী, সহকারী অধয়াপক আহমদ রেজা, কাজী মুবারক হোসাইন ফরায়জী, আলহ্জ্বা মোহাম্মদ ইকবাল, প্রিন্সিপাল হাবিবুর রহমান, আব্দুল মালেক বুলবুল, মোহাম্মদ হোসেন, এডভোকেট নূরুল হুদা আনসারী, মুফতি মহিউদ্দিন হামিদী,  মাওলানা একরামুল ইসলাম, ফরহাদুল ইসলাম বুলবুলি, মাওলানা মাঈনুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।

কনফারেন্সে বক্তারা বলেন, বিশ্বের সেরা তাফসীর গ্রন্থ কানযুল ঈমান ও খাযাইনুল ইরফান এবং কানযুল ঈমান ও নুরুল ইরফান বিশ্বব্যাপী সমাদৃত। তাফসীর গ্রন্থদ্বয়ে ঈমান- আক্বিদা বিষয়ে তথ্য ও তাত্ত্বিক বিশ্লেষণমূলক টিকা-টিপ্পনী সত্যিই অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। কিয়ামত পর্যন্ত এই গ্রন্থ নূহ (আ.) এর কিস্তির ন্যায় ভূমিকা রাখবে।

চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেযা খান ব্রেরলবি (রহ.) দর্শন ও গবেষণা উগ্রবাদ দমনে শান্তিময় বিশ্ব গড়ার পাথেয়। মানবতার মুক্তির জন্য আমরণ কাজ করে অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। ইসলামের মৌলিক বিষয়ের ওপর যখনই আঘাত এসেছে, তাৎক্ষণিক লেখনি ও বক্তব্যের মাধ্যমে তা রোধ করতে সময়ক্ষেপণ করেননি ইমাম আহমদ রেযা খান বেরলভি (রহ.)। তাঁর জেতস্বী বক্তব্য এবং লেখনি ছিল শাণিত তলোয়ারের ন্যায়। তিনি সময়ের চাহিদা অনুযায়ী লেখতেন এবং বক্তব্য রাখতেন। এই জন্য পথভ্রষ্ঠ বর্ণবাদীরা তাঁকে সমীহ করে চলতো। এমনকি যারা বিশ্বাময় স্বীকৃত বাতিল আলেম তারাও আলা হযরতের গবেষণা ও ফতোয়ার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। এক কথায় ঐ শতাব্দীতে সর্বাঙ্গীন বহুমাত্রিক মুকুট হীন সম্রাট ছিলেন তিনি। একজন আলেম হয়েও অর্থনীতি, রাজনীতি, দর্শন এবং সৌরজগতসহ বিবিধ বিষয়ে তাঁর দালিলীক বক্তব্য ছিল সময়ের সেরা আলোচিত বিষয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সাধারণ মানুষের সমস্যা সমাধানে সিদ্ধ হস্ত ছিলেন বলেই আলা হযরত নামটা বড়ই প্রাসঙ্গিক ছিল।

আলা হযরতের পদাঙ্ক অনুসরণে বর্তমান প্রজন্মের জন্য অনন্য শিক্ষা মনে করেন বক্তারা।

পরিশেষে মিলাদ ও কিয়াম এবং মোনাজাতের মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি ঘটে।
 

ঢাকা/নঈমুদ্দীন/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসল ম ম হ ম মদ ল ইসল ম উদ দ ন র জন য ত র জন ব শ বব

এছাড়াও পড়ুন:

অবৈধভাবে আমদানি ও চোরাচালানকৃত ফোন বন্ধ করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

অবৈধভাবে আমদানি ও চোরাচালানকৃত এবং ক্লোন করা ফোন বন্ধ করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।  এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান। 

বুধবার (২০ নভেম্বর) ডাক, টে‌লিযোগা‌যোগ ও তথ‌্য প্রযু‌ক্তি মন্ত্রণাল‌য়ের এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “অবৈধ ফোনের সাথে নানাবিধ অপরাধসমূহ সংশ্লিষ্ট থাকতে পারে যেমন, সিমের ভুল রেজিস্ট্রেশন/ eKYC এবং সিম সংক্রান্ত অপরাধ, জুয়ার লিংক এবং এমএলএম প্রতারণার বাল্ক এসএমএস পাঠানো, ভুল এমএফএস রেজিস্ট্রেশন/ eKYC এবং মোবাইল ফাইন্যান্সিং সংক্রান্ত অপরাধ, অনলাইন জুয়া ও স্ক্যামিং, অবৈধ ক্লোন ফোন সংক্রান্ত অপরাধ, প্যাটেন্ট ও প্রযুক্তিগত বিভিন্ন রয়্যাল্টি না দেওয়া, আয়কর ও শুল্ক ফাঁকি, অবৈধ আনবক্সড মোবাইল ফোন আমদানি, বিমানবন্দরের লাগেজ পার্টি, সীমান্ত চোরাচালান, স্থানীয় হ্যান্ডসেট উৎপাদন শিল্প বিকাশকে বাধা দেওয়া ইত্যাদি। অর্থাৎ নাগরিক, সমাজ, অর্থনীতির ও রাষ্ট্রের বহু স্তরের নিরাপত্তা এবং সুরক্ষার নানাবিধ বিষয় এখানে জড়িত। এর জন্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিডা, মোবাইল ব্যাংকিং কোম্পানি, ব্যাংকিং খাত, বিএফআইইউ এবং এনবিআর-এর ক্রমাগত অনুরোধ আছে আমাদের ওপর। উপরন্তু, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট এবং টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ।” 

তিনি বলেন, “ট্যাক্স ফাঁকি দিয়ে এক বছর আগেই কোটি খানেক ফোন এনে দেশে অবৈধভাবে ডাম্পিং করে ফেলার সুযোগ আর কাউকে দেওয়া হবে না। আমরা সুস্পষ্টভাবে বলছি, কোনো মোবাইল ব্যবসায়ী বা দোকানিদের ব্যবসা নষ্ট করা হচ্ছে না, তারা দেশীয় উৎপাদকদের এবং বৈধভাবে আমদানি করা ফোন বিক্রি করবেন, সৎ পথে ব্যবসা করবেন।” 

বর্তমানে ১টা International Mobile Equipment Identity (IMEI) কোডের বিপরীতে লাখ লাখ ফোন বানিয়ে দেশে নিয়ে আসা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “NEIR চালু হলে যা আর সম্ভব হবে না। এজন্য NEIR বন্ধে মাফিয়া চক্র উঠেপড়ে লেগেছে। এসব লাগেজ পার্টি, HS code,সীমান্ত চোরাচালানি, কেজি দরে আমদানির দিন শেষ করতে, এর সাথে জড়িত সব ধরনের ডিজিটাল অপরাধ বিস্তারে লাগাম টানা হবে।” 

বিষয়টি নিয়ে বিটিআরসিতে আলোচনা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমদানি শুল্ক কমাতে এনবিআরকেও চিঠি দেওয়া হয়েছে।” 

দ্রুতই এ বিষয়ে এনবিআরের সাথে বৈঠক হবে। পাশাপাশি দেশীয় উৎপাদকদের মূল্য কমাতে বিটিআরসির পক্ষে অনুরোধও জানানো হয়েছে। গ্রাহকের দিক বিবেচনা করে, বৈধ মোবাইল ফোনের দাম কমাতে যা যা করা দরকার তাই করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি জানান, বৈধ পথে বিদেশ থেকে আনা ফোনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করতে বিটিআরসি কাজ করছে। এরইমধ্যে জানানো হয়েছে যে, ১৬ ডিসেম্বরের আগে অ্যাকটিভ সবগুলো ফোন বৈধ হিসেবে রেজিস্ট্রেশন দেওয়া হবে।

রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন এবং রি-রেজিস্ট্রেশন পদ্ধতিসমূহ কীভাবে সাধারণ নাগরিকদের জন্য সহজ করা যায়, সে বিষয়ে পাওয়া যৌক্তিক পরামর্শ গুরুত্ব সহকারে আমলে নেওয়া হচ্ছে বলেও বিশেষ সহকারী মন্তব্য করেন।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • ভূমিকম্পে হুড়োহুড়িতে আহত ২৯ শ্রমিক এখনো হাসপাতালে
  • রাজনৈতিক চেতনা ব্যবসার পরিণতি শুভ হয় না: সালাহউদ্দিন আহমদ
  • ভূমিকম্পে জাহাঙ্গীরনগরের নতুন হলে ফাটল, ঝুঁকির কিছু নেই বলছেন প্রকল্প পরিচালক
  • এক সংশপ্তকের রাজনৈতিক পথপরিক্রমা
  • বাঙালি মুসলমান চিন্তার মেরুকরণ
  • অবৈধভাবে আমদানি ও চোরাচালানকৃত ফোন বন্ধ করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব