হাত পেছনে নিয়ে হাতকড়া পরলেন মেনন–গাজীসহ চারজন, মশারি চাইলেন আতিকুল
Published: 8th, October 2025 GMT
কাঠগড়ায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। লোহার রেলিং ধরে চুপচাপ বিষণ্ন মুখে দাঁড়িয়ে আছেন তিনি। তাঁর বাঁ পাশে দাঁড়িয়ে ছিলেন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। চোখেমুখে চিন্তার ছাপ।
মেননের সামনে দাঁড়িয়ে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। তিনিও কাঠগড়ার লোহার রেলিং ধরে দাঁড়িয়ে। তাঁর বাঁ পাশে দাঁড়িয়ে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম।
এ সময় বনানী থানার একটি হত্যা মামলায় মেনন, দস্তগীর, পলক ও আতিকুলকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরতে থাকেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার শামসুদ্দোহা।
শামসুদ্দোহা বলেন, ‘মাননীয় আদালত, কাঠগড়ায় দাঁড়ানো রাশেদ খান মেনন, আতিকুল ইসলাম, গোলাম দস্তগীর গাজী ও জুনাইদ আহ্মেদ পলক ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। গত বছরের ১৯ জুলাই বনানীর মহাখালীর উড়ালসড়কের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শাহজাহানকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে এই আসমিরা প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত। তাঁরা হত্যার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত।’
শামসুদ্দোহা বলেন, আন্দোলন চলাকালে নিরীহ-নিরস্ত্র ছাত্র–জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। কেবল বনানী নয়, রাজধানীর যাত্রাবাড়ী, মিরপুর, উত্তরাসহ সারা দেশে দুই হাজারের বেশি ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। পঙ্গুত্ব বরণ করেছেন হাজার হাজার মানুষ।
আদালত ভবনে হাতকড়া, হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আনা হয় গোলাম দস্তগীর গাজী, রাশেদ খান মেনন, জুনাইদ আহ্মেদ পলক ও আতিকুল ইসলামকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন ম নন
এছাড়াও পড়ুন:
বিএনপি প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সকলের : খোরশেদ
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দরের ২৪ নং ওয়ার্ড যুবদল ও নারায়ণগঞ্জ মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী বিল্পবী দলের পৃথক উদ্যাগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় বন্দর থানার বক্তারকান্দী ও বাদ মাগরিব বন্দর শাহীমসজিদ এলাকায় দোয়া পূর্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আওয়ামীলীগ শাসন আমলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ দিন কারাবন্দী করে রাখার কারনে আমাদের নেত্রী অসুস্থ হয়ে পরে।
উন্নয়নশীল দেশ গঠনে গনতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব বড় প্রয়োজন। আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তিনি সুস্থ হয়ে দেশের ও দলের হাল ধরতে পারেন।
তিনি আরো বলেন, মাসুদুজ্জমান ভাইকে দল নির্বাচন করেছে একজন খেলোয়ার হিসেবে। মনে রাখবেন এইটা একক নির্বাচন না এইটা দলীয় নির্বাচন।। বিএনপি প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সকলের। বিএনপি নির্বাচিত না হলে ফ্যাসিস্টরা এদেশে আবারও অনুপ্রবেশ করবে।
বন্দর থানার ২৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আক্তার হোসেন ও নারায়ণগঞ্জ মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী বিল্পবী দলের আহবায়ক শেখ মোঃ হারুন রশিদের পৃথক সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন।
বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার ও ২৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারন সম্পাদক আক্তার হোসেনের যৌথ সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড: শরিফুল ইসলাম শিপলু।
দোয়া ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু,বন্দর থানা ২৪ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আব্দুল মালেক মেম্বার, ২২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাজী সোহাগ, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক নাজমা রহমান, ২৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান, ২৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নূর আলম খন্দকার, বন্দর উপজেলা যুবদল নেতা জনী খন্দকার প্রমুখ।
দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারন সম্পাদক ইলিয়াছ ইকবাল অনিক, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আকমল, বন্দর থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নেত্রী নাছিমা বেগম, ২৫ নং ওয়ার্ড মহিলা দলের নেত্রী রুমি বেগম, ২৪ নং ওয়ার্ড মহিলা দলের নেত্রী আরিফা আক্তার ২১ নং ওয়ার্ড যুবদল নেতা এমারত ও স্বপন ২২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ কবির হোসেন প্রমুখ। পরে বাদ মাগরিব বন্দরে শাহীমসজিদ এলাকায় নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী বিপ্রবী দলের উদ্যাগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী বিপ্লবী দলের আহবায়ক শেখ মোঃ হারুন রশিদ।
দোয়া পরিচালনা করেন বক্তারকান্দী জামে মসজিদের ইমাম মাওলানা মোরশেদ।