গাজীপুরে কারখানায় মেশিন বিস্ফোরণে দগ্ধ ২
Published: 28th, November 2025 GMT
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ড মিল এলাকায় একটি কারখানায় মেশিন বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ২ শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- উপজেলার মাটিকাটা এলাকার বাবুল হোসেন (১৮) ও পূর্ব চান্দরা এলাকার রবিউল ইসলাম (২৩)।
আরো পড়ুন:
ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
হংকংয়ে আবাসিক ভবনে আগুনে মৃত্যু বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯
শ্রমিকরা জানান, বোর্ড মিল এলাকার মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় শ্রমিকরা পানির ট্যাঙ্ক তৈরির কাজ করছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে একটি মেশিন বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে দুই শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে সফিপুর এলাকার বেসরকারি মর্ডাণ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
মর্ডাণ হাসপাতালের চিকিৎসক তানিয়া আক্তার বলেন, ‘‘আগুনে বাবুলের প্রায় ৪৫ ভাগ এবং রবিউলের ১৫ ভাগ পুড়ে গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে।’’
মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘‘পানির ট্যাংক তৈরির একটি মেশিন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।’’
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ফাইটার মনির হোসেন বলেন, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই কারখানার শ্রমিকরা আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।’’
ঢাকা/রেজাউল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আগ ন এল ক র
এছাড়াও পড়ুন:
এনায়েতনগরে এনসিপি নেতা আল আমিনের গণসংযোগ
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিন দিনভর গণসংযোগ করেছেন। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও প্রচার প্রচারনা চালায় এনসিপির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন এনসিপির প্রার্থী ও দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন।
দুপুরে মাসদাইর কবরস্থান মসজিদে জুমআর নামাজের পর গণসংযোগ শুরু করেন। মাসদাইর বাজার ও এর আশেপাশে প্রচার প্রচারনা চালানো হয়।
বিকেলে মাসদাইর পাকাপুল মসজিদ থেকে আব্দুল্লাহ আল আমিন এর নেতৃত্বে গণসংযোগ কর্মসূচি শুরু হয়। হেঁটে লিফলেট বিতরণের মাধ্যমে এনায়েতনগর ৭নং ও ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা পরিচালনা করা হয়।
এসময় বেকারী মোড়, স্কুল ঘর, খানকার মোড়, গাইবান্ধা বাজার, ঘোষের বাগ, গুদারা ঘাটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, সমস্যা শোনা এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরা হয়।
গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন এবং এলাকাবাসীর ব্যাপক সাড়া পাওয়া যায়।