বাংলাদেশের একাদশে নেই শমিত, নেই ফাহামিদুল-জামাল-তপুও
Published: 9th, October 2025 GMT
হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশ ম্যাচের এক ঘণ্টা আগেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে দলীয় সূত্র জানিয়েছে, একাদশে নেই সেন্ট্রাল ডিফেন্ডার তপু বর্মণ ও কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম। নেই জামাল ভূঁইয়া, ফাহামিদুল ইসলামও।
তপু চোটের কারণে পুরো ফিট নন। শমিত ম্যাচের আগে শুধু একটি অনুশীলন সেশনে ছিলেন। দলের সঙ্গে অনুশীলন করতে পারেনি সেভাবে। এ কারণে তাঁকে একাদশে রাখা হয়নি। ওদিকে গোলপোস্টের সামনে ফিরছেন মিতুল মারমা। গত মাসে নেপালে প্রীতি ম্যাচে গোলপোস্টের নিচে কোচ হাভিয়ের কাবরেরা সুযোগ দিয়েছিলেন সুজন হোসেনকে। এ ছাড়া তারিক কাজী কিছুটা চোটে ভুগলেও একাদশে কোচ তাঁকে রেখেছেন বলে জানা গেছে।
কোচ ক্যাম্পে ডেকেছিলেন ৩০ জনকে। দুই ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও সুজন রেজা চোটের কারণে ছিটকে গেছেন আগেই। বাকি ২৮ থেকে আজ ২৩ জনের স্কোয়াড চূড়ান্ত করেন কোচ। বাদ পড়েছেন চোটের কারণে পুরো ফিট না থাকা স্ট্রাইকার আল আমিন, মিডফিল্ডার কাজেম শাহ, ডিফেন্ডার জাহিদ হোসেন, মেহেদী হাসান ও গোলকিপার পাপ্পু হোসেন।
বসুন্ধরা কিংস থেকে কাজেম শাহ এবার ঢাকা আবাহনীতে যোগ দিয়েছেন। মুন্সিগঞ্জে লিগের ম্যাচে তিনি আঘাত পেয়েছিলেন। চোখের নিচে সেলাই নিয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন কাজেম। এক সপ্তাহের বেশি সময় পূর্ণাঙ্গ অনুশীলন করেও শেষ পর্যন্ত কোচের পছন্দের তালিকায় আসতে পারেননি। ২৮ জনের প্রাথমিক তালিকা তাঁর নাম না থাকা খানিকটা বিস্ময়করই। এশিয়ান কাপের বাছাইয়ে গত ১০ জুন সিঙ্গাপুর ম্যাচে একাদশে ছিলেন কাজেম।
রাত আটটায় বাংলাদেশ-হংকং ম্যাচ শুরু হচ্ছে জাতীয় স্টেডিয়ামে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশমিতুল, তারিক কাজী, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, হামজা চৌধুরী, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা ( জুনিয়র) রাকিব, ফয়সাল আহমেদ ফাহিম ও শেখ মোরছালিন ।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
জাপানের পূর্ব উপকূলে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৮ ডিসেম্বর) জাপানের স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের পর আওমোরি, ইওয়াতে ও হোক্কাইডোর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।
আরো পড়ুন:
১৩ দিনে পাঁচবার ভূমিকম্পে কাপল নরসিংদী
আবারো ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী
ভূমিকম্পের ফলে সমুদ্রের কোথাও কোথাও এরই মধ্যে দেড় ফুট উচ্চতার ঢেউ দেখা যাচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএসর প্রকাশিত তথ্যে দেখা গেছে, সাত দশমিক ছয় মাত্রার এই ভূমিকম্পটি ছিল দেশটির উপকূল থেকে ৭০ কিলোমিটার দূরে সমুদ্রের ৩৩ মাইল গভীরে।
জাপানের আবহাওয়া সংস্থা এরই মধ্যে সুনামি সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, প্রায় ১০ ফুট উচ্চতার আঘাত হানতে পারে এই ভূমিকম্পের ফলে।
জাপানি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সুনামির সতর্কতা জারির পর ওসব অঞ্চলের বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভূমিকম্পের পর ইস্ট জাপান রেলওয়ে কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। খবর বিবিসির।
ঢাকা/এসবি