ভাড়া নেওয়ার কথা বলে বাসা বাড়িতে ঢুকে মুঠোফোন হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন তিশা আক্তার (২১), ঈশা আক্তার (১৮) ও জেসমিন (৪২)। গত ২৫ সেপ্টেম্বর শাহজাহানপুরে ফ্ল্যাট ভাড়া নিতে গেলে পুলিশ তিশা ও ঈশাকে গ্রেপ্তার করে। তাঁদের তথ্যের ভিত্তিতে ৭ অক্টোবর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে থেকে চক্রের আরেক সদস্য জেসমিনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, গত ৬ সেপ্টেম্বর তিশা ও ঈশা ধানমন্ডি ৬ নম্বর রোডের একটি ফ্ল্যাটে বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঢোকেন। এ সময় তাঁরা কৌশলে ওই বাসা থেকে তিনটি দামি মুঠোফোন চুরি করে নিয়ে যান। এ ব্যাপারে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা করা হয়। এর ১৩ দিন পর ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি ৫ নম্বর রোডের অপর একটি বাসা থেকে একই কায়দায় আরও একটি দামি মুঠোফোন চুরি করে নিয়ে যান। এ ব্যাপারে তাঁদের বিরুদ্ধে ধানমন্ডি মডেল থানায় আরেকটি মামলা করা হয়। গত ২৫ সেপ্টেম্বর শাহজাহানপুরে একটি ফ্ল্যাটে একই কায়দায় মুঠোফোন চুরি করতে গিয়ে তিশা ও ঈশা আটক হন।

পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান বলেন, আটক তিশা ও ঈশাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। পরে তাঁদের ধানমন্ডি থানায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে তাঁরা তাঁদের চক্রে জেসমিনের জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে ৭ অক্টোবর রাতে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে থেকে জেসমিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিন নারী ধানমন্ডি, কলাবাগান, সবুজবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একই কায়দায় মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর স প ট ম বর ধ নমন ড

এছাড়াও পড়ুন:

টিভিতে আজকের খেলা

ক্রিকেট
বাংলাদেশ-আয়ারল্যান্ড
প্রথম টি-টোয়েন্টি
সরাসরি, সন্ধ্যা ৬টা;
টি-স্পোর্টস টিভি।

আবুধাবি টি-টেন লিগ
নর্দার্ন ওয়ারিয়র্স-রয়াল চ্যাম্পস
সরাসরি, রাত ১০টা;
টি-স্পোর্টস টিভি।

ফুটবল
ইউরোপা লিগ
লিল-ডিনামো জাগরেব
সরাসরি, রাত ১১টা ৪৫ মিনিট;
টেন ৫।

অ্যাস্টন ভিলা-ইয়াং বয়েজ
সরাসরি, রাত ১১টা ৪৫ মিনিট;
টেন ১।

রোমা-মিডজিল্যান্ড
সরাসরি, রাত ১১টা ৪৫ মিনিট;
টেন ২।

রেঞ্জার্স-স্পোর্তিং ব্রাগা
সরাসরি, রাত ২টা;
টেন ১।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ