ভিসা জটিলতা কাটিয়ে যোগ দিলেন নাঈম
Published: 11th, October 2025 GMT
ভিসা জটিলতার কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়া হয়নি সৌম্য সরকারের। এর পর ভিসা জটিলতায় পড়েন ওয়ানডে দলে থাকা মোহাম্মদ নাইম শেখও।
প্রথম ওয়ানডেতে খেলা হয়নি এই বাঁহাতি ওপেনারের। তবে সৌম্যর মতো তাকে ছিটকে যেতে হইনি। শুক্রবার রাতে রওণা হয়ে আজ সকালেই দলের সঙ্গে যোগ দিয়েছেন নাঈম।
বিকেলে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। নাঈমের খেলার তেমন সম্ভাবনা নেই। তার না থাকায় প্রথম ওয়ানডেতে তানজিদ হাসানের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন সাইফ হাসান। এর মধ্যে দিয়েই ওয়ানডে অভিষেক হয়েছে তার। তবে অভিষেক রাঙাতে পারেননি তিনি। সাইফ আউট হয়েছেন ২৬ রান করে।
প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি একই মাঠে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে রোমের মেয়রের সাক্ষাৎ
ইতালির রোমের মেয়র রবার্তো গুয়ালটিয়েরি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। স্থানীয় সময় সোমবার ইতালির রাজধানীতে এ বৈঠক হয়।
পাশাপাশি প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাসহ অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে ফ্ল্যাগশিপ ইভেন্ট ওয়ার্ল্ড ফুড ফোরাম (ডব্লিওএফএফ) এর পূর্ণাঙ্গ অধিবেশনের পর গ্লোবাল অ্যালায়েন্সের অফিস পরিদর্শন করেছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।
আরও পড়ুনরোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক৮ মিনিট আগেওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটায় ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন।
আরও পড়ুনক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার১ ঘণ্টা আগে