ট্রাম্পের ‘স্বাস্থ্য পরিস্থিতি অসাধারণ’
Published: 11th, October 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসক জানিয়েছেন, প্রেসিডেন্টের ‘স্বাস্থ্য পরিস্থিতি অসাধারণ’ দেখা গেছে। তার ‘হৃৎপিণ্ডের বয়স’ ‘কালানুক্রমিক বয়স’ থেকে ১৪ বছর কম। শুক্রবার হোয়াইট হাউস প্রকাশিত একটি মেমোতে এ তথ্য জানানো হয়েছে।
৭৯ বছর বয়সী ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউস পুনর্নির্বাচনের সময় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণকারী সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন। তিনি দেশটির ইতিহাসে দ্বিতীয় বয়স্ক ব্যক্তি যিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ব্যস্ত সময়সূচি কাটাচ্ছেন এবং লাল মাংসের প্রতি তার অনুরাগ বজায় রেখেছেন। গাজা যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করার পর রবিবার তিনি মধ্যপ্রাচ্যে ভ্রমণের পরিকল্পনা করছেন।
ট্রাম্পের চিকিৎসক শন বারবাবেলা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের কাছে পাঠানো স্মারকলিপিতে বলেছেন, “ট্রাম্পের ব্যতিক্রমী স্বাস্থ্য রয়েছে, তিনি হৃদরোগ, ফুসফুস, স্নায়ুরোগের বিরুদ্ধে শক্তিশালী এবং শারীরিক কর্মক্ষমতা প্রদর্শন করছেন।”
আসন্ন আন্তর্জাতিক ভ্রমণের প্রস্তুতির জন্য ট্রাম্পের বার্ষিক ফ্লু এবং আপডেট করা কোভিড-১৯ বুস্টার টিকাসহ প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা এবং টিকাকরণও করা হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, “ইসিজির মাধ্যমে হৃদরোগের প্রাণশক্তির একটি যাচাইকৃত পরিমাপ - তার হৃদযন্ত্রের বয়স - তার কালানুক্রমিক বয়সের চেয়ে প্রায় ১৪ বছর কম বলে প্রমাণিত হয়েছে।”
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তার শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠার পর ২০২৪ সালের পুনর্নির্বাচনের দৌড় থেকে সরে এসেছিলেন। এক বছর পর ট্রাম্পের স্বাস্থ্যের বিষয়টি সবার নজরে এসেছে। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প বাইডেনের সাথে তুলনা করে নিজেকে আরো তরুণ এবং সক্ষম হিসেবে চিত্রিত করেছিলেন।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় জয় সরকার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামের চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। নিহত জয় একই গ্রামের জামাল সরকারের ছেলে।
আরো পড়ুন:
কুমিল্লায় ব্যবসায়ী আনোয়ার হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
নোয়াখালীতে শিশু হত্যা, ২ জনের যাবজ্জীবন
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে জামাল সরকারের পরিবারের সঙ্গে গ্রামের নান্নু গংদের বিরোধ চলছিল। কয়েকবার নান্নু ও তার লোকজন জামালের পরিবারের ওপর হামলা চালায়। বুধবার রাতে অভিযুক্ত নান্নু ও বেকু হাসানের নেতৃত্বে কয়েকজন স্কুল সংলগ্ন স্থানে জয়ের ওপর হামলা চালায়। তারা ধারালো দা দিয়ে জয়কে কুপিয়ে জখম করে।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত জয়কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা জামাল সরকার অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই। মামলা করব।”
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরে আলম জিকু বলেন, “রাত ৯টার দিকে এক যুবককে হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।”
এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হয় অভিযুক্ত নান্নু ও বেকু হাসানের মোবাইলে। প্রতিবারই তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/রতন/মাসুদ