সিলেটে যোগাযোগে ভোগান্তির প্রতিবাদে দোকান-যানবাহন ১ ঘণ্টা বন্ধ রেখে সমাবেশ
Published: 12th, October 2025 GMT
সিলেটে নাজুক যোগাযোগব্যবস্থার প্রতিকার চেয়ে সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর আহ্বানে প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের কোর্ট পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারসহ যোগাযোগব্যবস্থার দ্রুত উন্নয়ন দাবিতে আরিফুল হকের ডাকা কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন। এ সময় পূর্ব ঘোষণা অনুযায়ী নগরের বেশির ভাগ বিপণিবিতান ও দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। অধিকাংশ পরিবহনচালক যানবাহন বন্ধ রেখে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন। এতে এক ঘণ্টার জন্য কার্যত নগর অচল হয়ে পড়ে।
কর্মসূচিতে সড়ক ও রেলপথে নাজুক যোগাযোগ দূর করা, বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা, বিদ্যুৎ বিপর্যয় ও পানি–সংকট দ্রুত দূর করার আহ্বান জানান সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, মৌলিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সিলেটবাসী। সিলেটের শিক্ষা, স্বাস্থ্য, গ্যাস, বিদ্যুৎ ও যোগাযোগ খাতের ন্যায্য প্রাপ্যতা আজও নিশ্চিত হয়নি।
সিটির সাবেক মেয়র আরও বলেন, রাজনৈতিক, সামাজিক প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সত্ত্বেও সিলেটবাসী বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, গ্যাস, বিদ্যুৎ, পানি, অর্থাৎ নাগরিকদের মৌলিক চাহিদাগুলোর ন্যায্য অধিকার থেকে সিলেটবাসী বারবার বঞ্চিত হচ্ছে।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমি বারবার বলে আসছি, এখন আর চুপ করে থাকার সময় নয়। ঢাকা-সিলেট মহাসড়ক, রেল ও আকাশপথের দীর্ঘদিনের দুর্ভোগ ও অবহেলা সিলেটবাসীকে জিম্মি করে রেখেছে। আমরা আগামী ১৫ দিনের মধ্যে আমাদের দাবির বাস্তবায়ন দেখতে চাই।’
সাবেক মেয়র বলেন, ‘যদি এই সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় এবং সিলেটবাসীর প্রতি বৈষম্য অব্যাহত থাকে, তবে আমি সিলেটের জনগণকে সংগঠিত করে আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব এবং এর দায় বর্তমান সরকারকেই নিতে হবে।’
আরও পড়ুনসিলেটে সড়ক–রেলে নাজুক অবস্থা, প্রতিকারে জমায়েতের ঘোষণা আরিফুলের ০৯ অক্টোবর ২০২৫সমগ্র সিলেটের সড়কব্যবস্থা অসহনীয়ভাবে হুমকির মুখে বলে মন্তব্য করেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম মহাসড়ক উন্নয়নের কাজ থমকে আছে। শুধু মহাসড়ক নয়, সিলেট শহরের অভ্যন্তরীণ সড়কগুলোও বেহাল। যাতায়াতব্যবস্থার কারণে সিলেটে পর্যটকের সংখ্যা কমছে। এ ছাড়া বিভিন্ন পর্যটনকেন্দ্রে যাতায়াতের রাস্তার দশাও বেহাল।
রেলওয়ের পরিচালনা ও রক্ষণাবেক্ষণব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে পড়েছে উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, রেল যোগাযোগেও সিলেটবাসী তীব্র সমস্যার মুখোমুখি হচ্ছেন। টাকার বিনিময়ে অনির্দিষ্ট স্থানে ট্রেন থামানো, দালালের কারণে টিকিট না পাওয়া, নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়াসহ নানা সমস্যা আছে। সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন সংযোজনের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।
আরও পড়ুনঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারের দাবিতে রোববার প্রতীকী ধর্মঘট, সোমবার গণ-অবস্থান১০ অক্টোবর ২০২৫সিলেটের জেলা প্রশাসক মো.সারওয়ার আলমের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে স্মারকলিপি দেওয়া হয়
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টিভিতে আজকের খেলা
ক্রিকেট
বাংলাদেশ-আয়ারল্যান্ড
প্রথম টি-টোয়েন্টি
সরাসরি, সন্ধ্যা ৬টা;
টি-স্পোর্টস টিভি।
আবুধাবি টি-টেন লিগ
নর্দার্ন ওয়ারিয়র্স-রয়াল চ্যাম্পস
সরাসরি, রাত ১০টা;
টি-স্পোর্টস টিভি।
ফুটবল
ইউরোপা লিগ
লিল-ডিনামো জাগরেব
সরাসরি, রাত ১১টা ৪৫ মিনিট;
টেন ৫।
অ্যাস্টন ভিলা-ইয়াং বয়েজ
সরাসরি, রাত ১১টা ৪৫ মিনিট;
টেন ১।
রোমা-মিডজিল্যান্ড
সরাসরি, রাত ১১টা ৪৫ মিনিট;
টেন ২।
রেঞ্জার্স-স্পোর্তিং ব্রাগা
সরাসরি, রাত ২টা;
টেন ১।
ঢাকা/আমিনুল