বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘‘সুষ্ঠু নির্বাচন হলে এবং বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না।’’ 

রবিবার (১২ অক্টোবর) নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আরো পড়ুন:

পিআর পদ্ধতিতে জনগণের কোনো সুবিধা নেই: মঈন খান

ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে: দুলু

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। বিএনপি এককভাবেই রাষ্ট্র ক্ষমতায় যেতে সক্ষম হবে।’’ 

খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাফিজ প্রমুখ।

নির্বাচনি জনসমাবেশে দুলু আরো বলেন, ‘‘আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে হলে দলের নেতাকর্মীদের আর ঘরে বসে থাকা যাবে না। নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠে ময়দানে ছড়িয়ে থাকতে হবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোটারের কাছে বিএনপির ৩১ দফা তুলে ধরতে হবে।’’ 

তিনি বলেন, ‘‘আওয়ামী ফ্যাসিবাদীর কারণে দেশের তরুণ সমাজ জীবনে কখনো ভোট দিতেই পারেনি। তরুণ সমাজ জীবনে প্রথম ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই এই তরুণ সমাজের কাছে ধানের শীষের কর্মীদের ছুটে যেতে হবে। ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হোক’ এই স্লোগান তুলতে হবে।’’ 

ঢাকা/আরিফুল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ত র ক রহম ন ব এনপ র

এছাড়াও পড়ুন:

গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় জয় সরকার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামের চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। নিহত জয় একই গ্রামের জামাল সরকারের ছেলে।

আরো পড়ুন:

কুমিল্লায় ব্যবসায়ী আনোয়ার হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

নোয়াখালীতে শিশু হত্যা, ২ জনের যাবজ্জীবন

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে জামাল সরকারের পরিবারের সঙ্গে গ্রামের নান্নু গংদের বিরোধ চলছিল। কয়েকবার নান্নু ও তার লোকজন জামালের পরিবারের ওপর হামলা চালায়। বুধবার রাতে অভিযুক্ত নান্নু ও বেকু হাসানের নেতৃত্বে কয়েকজন স্কুল সংলগ্ন স্থানে জয়ের ওপর হামলা চালায়। তারা ধারালো দা দিয়ে জয়কে কুপিয়ে জখম করে।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত জয়কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জামাল সরকার অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই। মামলা করব।”

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরে আলম জিকু বলেন, ‍“রাত ৯টার দিকে এক যুবককে হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।”

এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হয় অভিযুক্ত নান্নু ও বেকু হাসানের মোবাইলে। প্রতিবারই তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ