নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন সেই নির্বাচনে বিএনপি যাতে জনগণের রায় না পায় তার জন্য দেশি-বিদেশি নানান ষড়যন্ত্র হচ্ছে। তাই নয় এই বাংলাদেশকে নিয়েও কিন্তু অনেক ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র সম্পর্কে বাংলাদেশে মানুষকে অনেক সজাগ থাকতে হবে। 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা অন্তর্গত ২২নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। রোববার ( ১৩ অক্টোবর) বিকেল চারটায় ২২নং ওয়ার্ডের বন্দর ঘাটে এই কর্মীসভার আয়োজন করা হয়। 

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ যে পাঁচটি আসনে রয়েছে সেই পাঁচটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা আশা করি শুধু নারায়ণগঞ্জের পাঁচটি আসনে নয়, সারা বাংলাদেশের সকল আসনে যারা দলের জন্য কাজ করেছে। যারা ইতিপূর্বে দলের সাথে ছিল মিটিং মিছিল অংশগ্রহণ করেছে। জেল জুলুম নির্যাতনের শিকার হয়ে দলের জন্য কাজ করে দলকে সুসংগঠিত করেছে তারাই নমিনেশন পাবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়ে এবং দেশের টাকা লুট করে দেশ থেকে পালিয়েছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হলে, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।

বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে, বিএনপি একটি মানবিক বাংলাদেশ, একটি স্বচ্ছ বাংলাদেশ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। আগামী নির্বাচনে আপনারা ধানের শীর্ষে মার্কায় ভোট দিয়ে বিএনপিতে বিজয়ী করবেন। 

মহানগর ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবুদাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল বেপারীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.

আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির শাহেন শাহ আহমেদ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।

আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন, সোহেল খান বাবু, ২২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন, সহ-সভাপতি মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু প্রমুখ।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র জন ত ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র স ষড়যন ত র

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে তরুণীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া মনি (২৪) নামের এক তরুণীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আদিল হোসেনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৬ নভেম্বর) সকালে সোনারগাঁ উপজেলার কামারগাঁও এলাকায় র‍্যাংকস কারখানার স্টাফ কোয়ার্টারে এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত রিয়া মনি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে। তার স্বামী আদিল হোসেন একই এলাকার বাদশা মিয়ার ছেলে। 

রিয়া মনি র‍্যাংকস কারখানার বাবুর্চি ছিলেন। পুলিশ ও কারখানার শ্রমিকরা জানিয়েছেন, রিয়া মনির সঙ্গে আদিল হোসেনের ৯ মাস আগে বিয়ে হয়। এর আগে একটি বিয়ে করেছিলেন আদিল।

আদিল হোসেন দাবি করেছেন, আজ সকালে তিনি স্ত্রীর জন্য খাবার কিনতে বাইরে যান। এর পর এক ঘণ্টা পর ফিরে এসে রুমের মধ্যে রক্তাক্ত অবস্থায় রিয়া মনির লাশ দেখতে পান। তার চিৎকার করে লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) ইমরান হোসেন জানিয়েছেন, নিহতের স্বামী আদিল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

ঢাকা/অনিক/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • নবাগত  জেলা প্রশাসকের সাথে মহানগর এলডিপির নেতৃবৃন্দের সাক্ষাৎ 
  • নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র মাসিক সভা অনুষ্ঠিত 
  • মাসুদুজ্জামানকে মহানগর বিএনপি’র পূর্ণ সমর্থন, বিজয়ী করার অঙ্গীকার
  • না’গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন ডিসি রায়হান কবির
  • উপদেষ্টা রিজওয়ানার সাথে ‘’আমরা না’গঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠন”
  • উপদেষ্টা রিজওয়ানার সাথে ‘’আমরা না’গঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠন
  •  সোনারগাঁয়ে গৃহবধূ রিয়া মনিকে গলা কেটে হত্যা, স্বামী আদিল আটক
  • নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী
  • সোনারগাঁয়ে তরুণীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
  • পাকিস্তানে এফসির সদর দপ্তরে আত্মঘাতী হামলা, বাহিনীর তিন সদস্যসহ ছয়জন নিহত