ময়মনসিংহের পরিবহন মালিক–শ্রমিকেরা আগামীকাল সোমবার থেকে আবার বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বলছেন, আওয়ামী লীগ নেতার মালিকানাধীন ১৬ বাস চলতে দেওয়া যাবে না—এমন দাবিতে তাঁরা অনড়।

প্রসঙ্গত, এনসিপির হালুয়াঘাট উপজেলার প্রধান সমন্বয়কারী ও জুলাই যোদ্ধা আবু রায়হানকে ইউনাইটেড পরিবহনের শ্রমিক লাঞ্ছিত করেছেন—এমন অভিযোগে দলটির নেতা-কর্মীরা ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালে গত শুক্রবার সন্ধ্যা থেকে অবস্থান নেন। অন্যদিকে এনসিপি নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি ও এক শ্রমিককে পুলিশ হেফাজতে নেওয়ার প্রতিবাদে গতকাল শনিবার দুপুর ১২টা থেকে পরিবহনশ্রমিকেরা ময়মনসিংহ-ঢাকা সড়কের দীঘারকান্দা বাইপাস এলাকায় বিক্ষোভ শুরু করেন। এতে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

এমন পরিস্থিতিতে শনিবার বিকেলে জেলা প্রশাসন শ্রমিকনেতা ও এনসিপির নেতা-কর্মীদের নিয়ে আলোচনায় বসে। এনসিপির নেতা-কর্মীদের দাবি, ইউনাইটেড পরিবহনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হকের (শামীম) ১৬টি গাড়ি বন্ধ করে দিতে হবে। দাবি মানার আশ্বাসে এনসিপির নেতারা কর্মসূচি প্রত্যাহার করেন। আর গাড়ি চলাচলে কেউ বাধা দেবেন না—এমন আশ্বাসে শ্রমিকেরাও সড়ক থেকে সরে যান। কিন্তু বিকেল পাঁচটা থেকে ইউনাইটেড পরিবহনের ৭০টি ও শৌখিন এক্সপ্রেসের ১৫০টি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। রোববার সকাল থেকে ঢাকাগামী সব ধরনের বাস এবং ময়মনসিংহ থেকে আন্তজেলার সব বাস বন্ধ করে দেন পরিবহনশ্রমিক ও মালিকেরা।

এ অবস্থায় এনসিপি নেতা, পরিবহন শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক হয়। রোববার সন্ধ্যা ৬টা থেকে পৌনে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত সভা শেষে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম জানান, জনভোগান্তির কথা বিবেচনা করে আপাতত শর্তহীনভাবে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মালিক–শ্রমিকেরা। দুই পক্ষের দাবির বিষয়ে পরে পদক্ষেপ নেওয়া যাবে।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো.

গোলাম মাসুম প্রধান বলেন, পূর্বনির্ধারিত কোনো সভা না থাকলেও দুই পক্ষ জেলা প্রশাসকের সঙ্গে কথা বলতে এলে সম্মেলনকক্ষে বসে আলোচনা হয়। আলোচনা শেষে মালিক সমিতি ঘোষণা দিয়েছে সোমবার থেকে বাস চালানো হবে। শ্রমিকদের আর কোনো দাবি নেই। যাঁর বিরুদ্ধে এনসিপির অভিযাগ ছিল, সেই শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, জেলা প্রশাসন দুই পক্ষকে নিয়ে বৈঠক করেছে। বৈঠকে শর্তহীনভাবে সোমবার সকাল থেকে সব রুটে বাস চালানোর সিদ্ধান্ত হয়েছে। জনভোগান্তির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ১৬টি বাস বন্ধের দাবি জানানো হয়েছিল, তা ছিল ব্যক্তিস্বার্থে।

তবে এনসিপির জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক বলেন, ‘আমরা রোববার সন্ধ্যায় জেলা প্রশাসকের কাছে গিয়েছিলাম বাস বন্ধ রেখে কেন ভোগান্তি সৃষ্টি করা হয়েছে, সে বিষয়ে কথা বলতে। সে সময় পরিবহন শ্রমিক নেতারাও সেখানে উপস্থিত হন। পরে সম্মেলনকক্ষে সবাইকে নিয়ে আলোচনা শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি শুরু হলে আমরা রাত সাড়ে আটটার দিকে সভাস্থল থেকে বেরিয়ে যাই।’

মোজাম্মেল আরও বলেন, ‘ফ্যাসিস্টের ১৬টি বাস চলতে পারবে না, এ দাবিতে আমরা অনড় আছি, প্রয়োজনে আমরা আমরণ অনশনে যাব।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এনস প র পর বহন স মব র

এছাড়াও পড়ুন:

নির্বাচন নিয়ে সব বাধা-সংশয় ধুয়ে-মুছে কেটে গেছে: শফিকুল 

ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় নেই, সব বাধা-সংশয় ধুয়ে মুছে কেটে গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।  

আরো পড়ুন:

উপদেষ্টা পরিষদের সভায় ১১ অধ্যাদেশ, ৩ প্রস্তাব অনুমোদন

স্বনির্ভর হতে হবে, এর বাইরে কোনো কথা নাই: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘‘অনেক অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখব। বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম বেস্ট ইলেকশন হবে।’’

এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি আমেজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন শফিকুল আলম। তিনি বলেন, ‘‘জামালপুর, হালুয়াঘাটে দেখেছি, নেতাদের প্যানা পোস্টার। রাজনৈতিক দলগুলো প্রার্থিতা ঘোষণা করেছে। যখন দুই-তিন সপ্তাহ পর থেকে সব দল প্রার্থীদের নাম দেওয়া শুরু করবে, তখন নির্বাচনি পরিবেশ জমজমাট হয়ে উঠবে।’’  

শফিকুল আলম আরো বলেন, ‘‘জুলাই সনদসহ অনেক ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে; আশা করি, পিআর ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। এটা নিয়ে সমস্যা হবে না। ১৫ তারিখ সব দল জুলাই সনদে সই করবে।’’  

বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমকে ইসরাইলের কারাগার থেকে মুক্ত করতে ভূমিকা রাখায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ধন্যবাদ জানিয়েছেন বলে জানান প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, ‘‘আলোকচিত্রী শহিদুল আলম ইসরাইল থেকে একটি বিমানে ইস্তাম্বুলের পথে রয়েছেন। সার্বক্ষণিক তার খোঁজখবর রাখা হচ্ছে। ইস্তাম্বুলে পৌঁছলে তার সঙ্গে কথা বলে জানা যাবে, কখন বাংলাদেশে আসবেন। বাংলাদেশ দুতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান করছেন শহীদুল আলমকে রিসিভ করতে।’’

এ সময় ময়মনসিংহ প্রেস ক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। 

ঢাকা/মিলন/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • ভৈরবকে জেলা ঘোষণা ও ঢাকা বিভাগে অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ
  • ময়মনসিংহে জলপাই কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের মামলায় একজন গ্রেপ্তার
  • নেত্রকোনা থেকে ঢাকা ও ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ
  • ঢাকা-ময়মনসিংহ বাস চলাচল বন্ধ, ভোগান্তি 
  • ময়মনসিংহ থেকে ঢাকাগামী ইউনাইটেড ও সৌখিন পরিবহন বন্ধ
  • বিপিএলে দল কেনা যাবে নোয়াখালী-ময়মনসিংহ নামে
  • জুলাইযোদ্ধাকে লাঞ্চিত, ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ
  • অনেক বছর পর একটি রিয়েল ইলেকশন হবে: প্রেস সচিব
  • নির্বাচন নিয়ে সব বাধা-সংশয় ধুয়ে-মুছে কেটে গেছে: শফিকুল