ব্যাংকের কার্ড থেকে নগদ, বিকাশে টাকা পাঠানোর নতুন সুবিধা
Published: 13th, October 2025 GMT
ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্ম ব্যবহার করে এখন থেকে ব্যাংকের যেকোনো কার্ড থেকে বিকাশ, নগদ, রকেটসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেটে টাকা পাঠানো যাবে। এই প্রক্রিয়ায় প্রতি হাজারে খরচ হবে ৮.৫ টাকা। আগামী ১ নভেম্বর থেকে এই লেনদেন প্রক্রিয়া চালু হবে।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ (পিএসডি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
আরো পড়ুন:
১০ কোটি ৭০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সৌদি আরব থেকে রেমিট্যান্স পাঠানোর খরচ কমানো সম্ভব: গভর্নর
আগে শুধুমাত্র এনপিএসবি প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্তঃব্যাংক লেনদেন করা যেত। এখন সেই সুবিধার পরিধি বাড়িয়ে ব্যাংক টু এমএফএস এবং ব্যাংক টু পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লেনদেনের সুযোগ তৈরি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, দেশে নগদ অর্থের লেনদেন কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানোর লক্ষ্যে এনপিএসবি প্ল্যাটফর্ম ব্যবহার করে সব ব্যাংক, এমএফএস প্রোভাইডার, প্রেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে সহজে অর্থ স্থানান্তরের উদ্দেশ্যে এই সুযোগ চালু করা হয়েছে। আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে এই ইন্টার-অপারেবল ব্যবস্থায় লাইভ লেনদেন শুরু হবে।
নির্দেশনায় বলা হয়েছে, ইন্টার-অপারেবল ব্যবস্থায় অর্থ স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং এমএফএস প্রোভাইডার তার গ্রাহক (প্রেরক) থেকে এই চার্জ আদায় করা হবে।
এর মধ্যে এমএফএসে লেনদেনের ক্ষেত্রে হাজারে সর্বোচ্চ ৮.
ইন্টার-অপারেবল লেনদেনের ক্ষেত্রে ব্যাংক, এমএফএস বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা তাদের নির্ধারিত লেনদেন সীমা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।
এনপিএসবি-এর আওতায় ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার ব্যবহার করে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তহবিল স্থানান্তরের ক্ষেত্রে আগের নির্দেশনা বহাল থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ঢাকা/নাজমুল/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব যবহ র কর এনপ এসব ইন ট র ল নদ ন
এছাড়াও পড়ুন:
সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দিনসহ স্বার্থসংশ্লিষ্টদের ১২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, তাঁর স্ত্রী, তিন ভাইসহ স্বার্থসংশ্লিষ্ট ১২১টি ব্যাংক হিসাব, ৩টি এমএফএস ও ৩টি বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আজ রোববার এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) বলছে, ১২১টি ব্যাংক হিসাবে ৪৮ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ৬২৯ টাকা আছে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বলেন, দুদকের পক্ষে মো. ফেরদৌস রহমান অবরুদ্ধের আবেদন করেন। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম আবেদনের পক্ষে শুনানি করেন। এরপর আদালত আবেদন মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, শেখ সালাহউদ্দিনসহ তাঁর পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করার অভিযোগ আছে। সে জন্য দুদক অনুসন্ধান টিম গঠন করেছে। অনুসন্ধানে শেখ সালাহউদ্দিনসহ তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ১২১টি ব্যাংক হিসাব, ৩টি এমএফএস ও ৩টি বিও হিসাব পাওয়া যায়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ–সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা চালাচ্ছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে হিসাবগুলো হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতি হবে। সে জন্য হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।