"সমন্বিত উদ্যেগ প্রতিরোধ করি দুর্যোগ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়নগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।

এ-উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা মহড়া অনুষ্ঠিত হয়।
সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে  জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ নোমান'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ আমরা উদযাপন করছি আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।

প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়, যাতে আমরা মনে রাখি — দুর্যোগ প্রতিরোধ ও প্রস্তুতি মানুষের জীবন ও সম্পদ রক্ষার সবচেয়ে কার্যকর উপায়। দুর্যোগ বলতে আমরা বুঝি ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড কিংবা নদী ভাঙনের মতো প্রাকৃতিক ও মানবসৃষ্ট ঝুঁকি। কিন্তু এসব দুর্যোগের ক্ষতি কমিয়ে আনা সম্ভব, যদি আমরা আগে থেকেই প্রস্তুত থাকি।

এই দিবসের মূল উদ্দেশ্যই হলো — "ঝুঁকি জানো, প্রস্তুতি নাও, নিরাপদ থাকো"। সরকার ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি, আগাম সতর্কবার্তা, আশ্রয়কেন্দ্র, স্বেচ্ছাসেবক ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দুর্যোগ প্রশমনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো  নিজের পরিবার, প্রতিষ্ঠান ও এলাকাকে প্রস্তুত রাখা, সচেতনতা ছড়িয়ে দেওয়া।

তিনি আরো বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে শুধু সরকার নয়, আমরা সবাই অংশীদার। চলুন, সচেতন হই, প্রস্তুত থাকি, এবং নিরাপদ বাংলাদেশ গড়ি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা.

আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. আলমগীর হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো.সোহেল রানা, সিভিল সার্জন জনাব মো: ডা: এ এফ এম মশিউর রহমান , সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল (দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তাগণ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গ প রশমন প রস ত ত

এছাড়াও পড়ুন:

চবির ভর্তি পরীক্ষা শুরু ২ জানুয়ারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। এ ঘোষণা অনুযায়ী, ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ ডিসেম্বর এবং আগামী বছরের ২ জানুয়ারি শুরু হবে ভর্তি পরীক্ষা।

রবিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা কমিটির আয়োজিত প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো পড়ুন:

রাবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

রুয়েটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ১ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে আগামী বছর ২ জানুয়ারি, কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’  ইউনিটের ৩ জানুয়ারি, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ৯ জানুয়ারি এবং সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে । 

এছাড়া, ‘বি-১’ উপ-ইউনিটের পরীক্ষা ৫ জানুয়ারি, ‘বি-২’ উপ-ইউনিটের ৬ জানুয়ারি এবং ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

প্রতিবারের ন্যায় এবারো ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চবির পাশাপাশি ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়েও অনুষ্ঠিত হবে। তবে ‘বি-১’, ‘বি-২’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা শুধু চবিতে অনুষ্ঠিত হবে। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ ভর্তি পরীক্ষার বিষয়ে সম্ভাব্য সিদ্ধান্ত নিয়েছে। যদিও এখনো এইচএসসির ফলাফল ঘোষণা হয়নি, তবে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখের আগেই এর ফল ঘোষণা করা হবে। সেটি মাথায় রেখেই ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। যথাসময়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে চবি প্রশাসন।

ঢাকা/মিজান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • বাকৃবিতে জাতীয় নীতি প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ২৮ নভেম্বর, আবেদন ২৯ অক্টোবর থেকে
  • ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৯ অক্টোবর
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ২৮ নভেম্বর, আবেদন শুরু ২৯ অক্টোবর থেকে
  • রংপুর অঞ্চলে কেন বারবার অ্যানথ্রাক্সের হানা
  • এবার পাকিস্তান-আফগানিস্তানের সীমান্ত সংঘাত বন্ধ করতে চান ডোনাল্ড ট্রাম্প
  • আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরি, পদ ৬৭
  • আজ টিভিতে যা দেখবেন (১৩ অক্টোবর ২০২৫)
  • চবির ভর্তি পরীক্ষা শুরু ২ জানুয়ারি