চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চাকসু ভবনের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা।

আরো পড়ুন:

রাকসু নির্বাচন পর্যবেক্ষণ করবে ১০ সদস্যের কমিটি

চাকসু নির্বাচন: চলছে ভোট গণনা, এবার অপেক্ষা ফলাফলের

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ইব্রাহীম রনি বলেন, “আইটি ভবনের ২১৪ নম্বর কক্ষে প্রিজাইডিং অফিসারের সই ছাড়াই ভোট কাস্টিং হয়েছে। প্রিজাইডিং অফিসার জানিয়েছে এটি অসতর্কতার জন্য হয়েছে। এই অসতর্কতার জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।”

তিনি বলেন, “আলাওল হলের ছাত্রদলের জিএস প্রার্থীর সঙ্গে ছাত্রদলের বহিরাগত নেতাকর্মীরা ভিতরে অবস্থান করেছে। এর মাধ্যমে প্রশাসন বহিরাগত ঠেকাতে ব্যর্থ হয়েছে।”

তিনি আরো বলেন, “আঙ্গুলের অমোচনীয় কালি উঠে যাওয়াতে আমরা শঙ্কা প্রকাশ করছি। অতিদ্রুত ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করতে হবে। আমরা যেকোনো ধরনের ফলাফল মেনে নিতে প্রস্তুত আছি।”

সংবাদ সম্মেলনে সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ঢাকা/মিজান/মেহেদী

.