এইচএসসির ফলাফল: পঞ্চগড়ে ৩ কলেজে পাস করেনি কেউ
Published: 17th, October 2025 GMT
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এবার পঞ্চগড় জেলার তিনটি কলেজের কেউ পাস করতে পারেননি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
এইচএসসির ফলাফল: টাঙ্গাইলের ৭ কলেজে শতভাগ ফেল
এইচএসসির ফলাফল: রংপুরের ৪ কলেজে পাস করেনি কেউ
কলেজগুলো হলো- বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং তেঁতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ। প্রতিষ্ঠানগুলো এখনো এমপিওভুক্ত হয়নি।
জানা যায়, বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, এর মধ্যে ৪ জন অনুপস্থিত ছিলেন। মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় একজন। আর আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ থেকে অংশ নেন চারজন শিক্ষার্থী, যার মধ্যে দুইজন অনুপস্থিত ছিলেন।
মাড়েয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সপেন্দ্রনাথ বর্মন বলেন, “আমাদের কলেজ শাখা এমপিওভুক্ত হয়নি। কয়েক বছর ধরে নেই কোনো শিক্ষক। এজন্য একজন পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পারেনি।”
বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্গিস পারভিন মৌসুমী বলেন, “ভর্তি হওয়ার পরে সবার বিয়ে হয়ে গেছে। এজন্য কেউ পাস করতে পারেনি।”
আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজের অধ্যক্ষ হাসান আলী বলেন, “আমাদের কলেজের চারজনের মধ্যে দুইজন পরীক্ষায় অংশ নিয়েছে। দুইজনেরই পাস করার কথা ছিল। আমরা বোর্ড চ্যালেঞ্জ করব।”
ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মো.
ঢাকা/নাঈম/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এইচএসস ফল স ক ল অ য ন ড কল জ পর ক ষ য় অ শ ন প স করত র ফল ফল কল জ র প স কর
এছাড়াও পড়ুন:
শ্রীনগরে ঘরে আগুন লেগে পক্ষাঘাতগ্রস্ত নারীর মৃত্যু
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে সামেলা বেগম (৬৮) নামে পক্ষাঘাতগ্রস্ত নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্যামসিদ্ধ ইউনিয়নের গাদিঘাট মিত্তেরহাটি এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার বাড়িতে মারা যান তিনি।
আরো পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাটে আগুন লেগে একজনের মৃত্যু
বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
স্থানীয়রা জানান, বাড়িতে সামেলা বেগম একাই ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত। তার পরিবারের সদস্যরা এক আত্মীয়ের দাফন কাজে বাইরে ছিলেন। হঠাৎ সালেমা বেগমের ঘরে আগুন দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেন। শ্রীনগর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত সামেলা বেগমের স্বামী আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। আগুনে তাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল থেকে আগুনের সূত্রপাত। দুইটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে সামেলা বেগমের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঢাকা/রতন/মাসুদ