রংপুরে এবারো শীর্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, দ্বিতীয় পুুলিশ লাইন্স
Published: 17th, October 2025 GMT
রংপুর জেলায় এবারো শীর্ষ অবস্থান ধরে রেখেছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির পাশের হার ৯৯ দশমিক ৫৫ শতাংশ। ৮৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৮৪ জন কৃতকার্য হয়েছেন এবং ৪৫৬ জন পেয়েছেন জিপিএ-৫।
বুধবার (১৬ অক্টোবর) সকালে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায়, এমন সাফল্যে উচ্ছ্বাসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেকে একে বছরের সেরা অর্জন হিসেবে দেখছেন।
আরো পড়ুন:
পাসের হারে পিছিয়ে কুমিল্লা বোর্ড, ভরাডুবি ২ বিষয়ে
এইচএসসি ফলাফল: নরসিংদীর দেশসেরা কলেজেও ধস
বরাবরের মতো এবারো জেলার দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। দিনাজপুর বোর্ডে যেখানে গড় পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ, সেখানে প্রতিষ্ঠানটির পাশের হার ৯৮ দশমিক ৩৬ শতাংশ। এবার এই কলেজের ৭৯৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭৮১ জন পাস করেছেন, তাদের মধ্যে ৩৮২ জন জিপিএ-৫ পেয়েছেন।
গত বছর ৯৫ দশমিক ৪৮ শতাংশ পাশের হার নিয়ে একই অবস্থানে ছিল বিভাগীয় নগরীর এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। এবছর কঠিন প্রশ্নপত্রের মধ্যেও এমন ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, পাঠে মনোযোগ ও সুশৃঙ্খল পরিবেশই এই সাফল্যের মূল কারণ।
রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি পাস করা সিয়াম হাসান বলেন, “সকাল থেকেই ফলাফল নিয়ে টেনশনে ছিলাম। ১০টা বাজার পর ওয়েবসাইটে রেজাল্ট দেখি। জিপিএ-৫ পেয়ে আনন্দে মনটা ভরে উঠেছে। সবচেয়ে খুশি হয়েছেন আমার মা-বাবা। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখার স্বপ্ন দেখি।” শিক্ষকদের আন্তরিকতা ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।
রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৪৩টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি।
ঢাকা/আমিরুল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এইচএসস ফল স ক ল অ য ন ড কল জ ল শ ল ইন স স ফল য পর ক ষ দশম ক
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে দুই কলেজে শতভাগ ফেল
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে গোপালগঞ্জ জেলার দুই কলেজের শতভাগ শিক্ষার্থী ফেল করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এমন তথ্য জানা গেছে।
শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলো হলো- গোপালগঞ্জ সদর উপজেলার গোপালগঞ্জ আইডিয়াল কলেজ। এ কলেজ থেকে ৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছেন।
অপরটি টুঙ্গিপাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা শেখ কবীর হোসেন আইডিয়াল কলেজ। এ কলেজ থেকে ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সবাই অকৃতকার্য হয়েছেন।
ফলাফল প্রকাশের পরে সরেজমিন গোপালগঞ্জ আইডিয়াল কলেজে গিয়ে দেখা যায়, কলেজের গেটে তালা ঝুলছে। প্রায় এক ঘন্টা অবস্থান করেও কোনো শিক্ষক বা শিক্ষার্থীর দেখা মেলেনি। একই অবস্থা দেখা যায়, বীর মুক্তিযোদ্ধা শেখ কবীর হোসেন আইডিয়াল কলেজের। তবে, এ কলেজের গেট খোলা থাকলেও পাওয়া যায়নি কোনো শিক্ষক বা শিক্ষার্থীকে।
এ বিষয়ে জানতে দুই কলেজের অধ্যক্ষের মোবাইলে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি।
গোপালগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন বলেন, ‘‘এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে সারা দেশের মতো গোপালগঞ্জেও হতাশাজনক। এর মধ্যে, দুই কলেজ থেকে কেউ পাশ করেনি। ওই কলেজগুলোর বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে এবং ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।’’
ঢাকা/বাদল/রাজীব