ছেউড়িয়া মাজার প্রাঙ্গন বাউল-দর্শনার্থীতে মুখর
Published: 17th, October 2025 GMT
ফকির লালন শাহ-এর ১৩৫তম তিরোধান স্মরণে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুক্রবার (১৭ অক্টোবর) শুরু হচ্ছে তিন দিনের স্মরণোৎসব। এবারই প্রথম এই আয়োজন হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। ইতোমধ্যে কুষ্টিয়া জেলা প্রশাসন ও লালন একাডেমি শেষ করেছে সব ধরনের প্রস্তুতি।
দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাউল ও দর্শনার্থীদের উপস্থিতিতে মাজার প্রাঙ্গণ ও আঁখড়াবাড়ি পা রাখার জায়গা নেই। গান ও আলোচনার মধ্য দিয়ে তারা মাতিয়ে রাখছেন সবাইকে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।
রাজশাহী থেকে আসা আকবর আলী বলেন, “এই প্রথম এসেছি। অনেক লোকের সমাগম হয়েছে। সব ঘুরে-ঘুরে দেখছি, গান শুনছি।”
জাতীয় অনুষ্ঠান হওয়ায় এবার আলাদা আবহ তৈরি হয়েছে বলে মনে করেন বাউল মোতালেব আলী। তিনি বলেন, “এবার জাতীয়ভাবে হচ্ছে সাঁইজির তিরোধান দিবসের অনুষ্ঠান। তাই আগের থেকে যথেষ্ট সাড়া পড়েছে। মাঠের অবস্থা ভাল। নিরাপত্তা বাড়ানো হয়েছে।”
কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “শঙ্কা নেই তেমন। তারপরও, অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে। র্যাব ও পুলিশ আলাদা চেকপোস্ট বসিয়েছে।”
জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, “লালন ফকিরের দর্শনকে এবার ফোকাস করা হচ্ছে। সারা দুনিয়ার মানুষ এখানে আসেন। আমরা অনুষ্ঠান স্বার্থক করতে সবার সহযোগিতা নিয়ে সব প্রস্ততি শেষ করেছি। প্রচুর লোক আসবে মনে হচ্ছে।”
ফকির লালন ১৮৯০ সালের ১৭ অক্টোবর দেহত্যাগ করেন। এরপর থেকে লালন ভক্তরা তিরোধান দিবস পালন করে আসছেন। আজ ১লা কার্তিক (১৭ অক্টোবর) সকাল থেকে সাধু সঙ্গের মধ্যদিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। বিকেল ৪টায় জাতীয়ভাবে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও গানের অনুষ্ঠান।
লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর। স্বাগত বক্তব্য রাখবেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো.
লালন বক্তৃতার মুখ্য আলোচক আন্তর্জাতিক খ্যাতিমান লেখক ও গবেষক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। আলোচক হিসেবে বক্তব্য রাখবেন- বিশিষ্ট কবি, লেখক ও চিন্তক এবং লালন বিশেষজ্ঞ ফরহাদ মযহার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক আল মামুন।
আলোচনা অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টা হতে শুরু হবে লালন সংগীতানুষ্ঠান। এতে দেশের খ্যাতনামা শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।
ঢাকা/কাঞ্চন/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়েছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।
বিস্তারিত আসছে..
ঢাকা/আসাদ/নঈমুদ্দীন/সাইফ