শিশু ধর্ষণের অভিযোগে ট্রাফিক পুলিশকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
Published: 21st, October 2025 GMT
বন্দরে এক শিশু গৃহকর্মীকে (১২) ধর্ষণের অভিযোগে মো. রুহুল আমিন (৪১) নামে এক ট্রাফিক পুলিশকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অভিযুক্ত মো. রুহুল আমিন মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার মো. শেখ সাদীর ছেলে মো. রুহুল আমিন।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি লিয়াকত আলী। এরআগে সোমবার বন্দর উপজেলার রুপালি জান্নাত মসজিদ গলি এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির চাচা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আসামি রুহুল আমিন ঢাকার কলাবাগান এলাকা থেকে ভুল বুঝিয়ে শিশুটিকে বন্দর উপজেলার রুপালি জান্নাত মসজিদ গলির সিরাজের বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
রাতে ভুক্তভোগীকে পুনরায় কলাবাগানে দিয়ে আসার সময় শহরের ২ নম্বর রেলগেট এলাকায় পৌঁছলে সে চিৎকার শুরু করে। এ সময় স্থানীয় জনতা আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে এবং অভিযুক্ত আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র হ ল আম ন
এছাড়াও পড়ুন:
অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট কৃষক
যশোরের অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবুল কালাম (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে অভয়নগর উপজেলার চেংগুটিয়ায় আলিপুর ব্রিজের কাছে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আবুল কালাম অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত আনসার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ব্যবসায়ী জানিয়েছেন, স্থানীয় আনোয়ার মেম্বারের ভাই কৃষক আবুল কালাম সকালে বাইসাইকেলে করে নওয়াপাড়া বাজারে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন। আলিপুর ব্রিজের কাছে পৌঁছালে খুলনাগামী একটি ট্রাক তার বাইসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান বলেছেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটি আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
ঢাকা/প্রিয়ব্রত/রফিক