সর্বশেষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর মিলিয়ে ১০টি টেস্ট খেলেছে ভারত। সরফরাজ খান দুই সফরেরই স্কোয়াডে ছিলেন। কিন্তু তাঁকে খেলানো হয়নি।

সরফরাজকে না খেলানোর পেছনে তাঁর ফিটনেসের কথা শোনা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তাঁর ওজন নিয়ে হাসি–ঠাট্টা করেছেন। তবে সরফরাজ গত কয়েক মাস ডায়েট আর জিম করে ১৭ কেজি ওজন কমিয়ে নিজেকে যেকোনো সময়ের চেয়ে বেশি ফিট ঘোষণা করেছিলেন। ব্যাট হাতে খুব যে খারাপ ছন্দে ছিলেন, তা–ও নয়।

কঠিন পরিশ্রম করে ১৭ কেজি ওজন কমিয়েছেন সরফরাজ খান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরফর জ

এছাড়াও পড়ুন:

নামের শেষে ‘খান’ বলেই ভারতীয় দলে জায়গা হয়নি সরফরাজের, দাবি কংগ্রেস নেত্রীর

সর্বশেষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর মিলিয়ে ১০টি টেস্ট খেলেছে ভারত। সরফরাজ খান দুই সফরেরই স্কোয়াডে ছিলেন। কিন্তু তাঁকে খেলানো হয়নি।

সরফরাজকে না খেলানোর পেছনে তাঁর ফিটনেসের কথা শোনা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তাঁর ওজন নিয়ে হাসি–ঠাট্টা করেছেন। তবে সরফরাজ গত কয়েক মাস ডায়েট আর জিম করে ১৭ কেজি ওজন কমিয়ে নিজেকে যেকোনো সময়ের চেয়ে বেশি ফিট ঘোষণা করেছিলেন। ব্যাট হাতে খুব যে খারাপ ছন্দে ছিলেন, তা–ও নয়।

কঠিন পরিশ্রম করে ১৭ কেজি ওজন কমিয়েছেন সরফরাজ খান

সম্পর্কিত নিবন্ধ