ঝালকাঠির রাজপুরের শুক্তাগড় ইউনিয়নের সন্ধ্যা নদীতে গাছবাহী নৌকার ধাক্কায় ভেঙে যাওয়া ২২৫ ফুট দৈর্ঘ্যের আয়রন সেতু গত ছয় বছরেও মেরামত করা হয়নি। ফলে রাজপুর-কাউখালী এবং ঝালকাঠি উপজেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন প্রায় ৩০টি গ্রামের বাসিন্দারা। বিশেষ করে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, সেতুটির ওপর দিয়ে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৬০০ মানুষ চলাচল করতেন। এই পথে হাট-বাজারে বিক্রির জন্য বিভিন্ন ধরনের পরিবহনে কৃষিপণ্য নিয়ে যেতেন চাষিরা।

আরো পড়ুন:

‘যেভাবে রাস্তা হচ্ছে, মানুষকে কবর দেওয়ার জন্যও জায়গা থাকবে না’

পিরোজপুরে চীন মৈত্রী সেতুতে পিকআপের ধাক্কা, ভেঙে গেছে রেলিং

এই নদীটি দিয়ে নিয়মিত বালুবাহী জাহাজ চলাচল করে। এসব জাহাজের ধাক্কায় শুক্তাগড় ইউনিয়নের তালুকদার হাট সংলগ্ন সেতুর মাঝামাঝি অংশে ফাটল দেখা দেয়। ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভোরে একটি গাছবাহী নৌকা ব্রিজের পিলারে ধাক্কা দিলে মাঝের অংশ ভেঙে নদীতে পড়ে। এরপর এলাকাবাসী বাঁশ ও কাঠ দিয়ে সাঁকো তৈরি করে যাতায়াত করছেন।

স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা জানান, বারবার সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি অবহিত করা হলেও স্থায়ী সমাধান মেলেনি। দ্রুত সেতু নির্মাণ না হলে এলাকার পণ্য পরিবহন ও মানুষের দুর্ভোগ আরো বাড়বে। 

ঝালকাঠির এলজিইডি নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম সরকার বলেন, “বিষয়টি দাপ্তরিকভাবে চিহ্নিত আছে। প্রাক্কলন তৈরি করে বরাদ্দ চাওয়া হবে। বরাদ্দ পেলেই টোন্ডার দিয়ে কাজ শুরু করা হবে।” 

ঢাকা/অলোক/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানের পূর্ব উপকূলে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৮ ডিসেম্বর) জাপানের স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের পর আওমোরি, ইওয়াতে ও হোক্কাইডোর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।

আরো পড়ুন:

১৩ দিনে পাঁচবার ভূমিকম্পে কাপল নরসিংদী

আবারো ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী

ভূমিকম্পের ফলে সমুদ্রের কোথাও কোথাও এরই মধ্যে দেড় ফুট উচ্চতার ঢেউ দেখা যাচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএসর প্রকাশিত তথ্যে দেখা গেছে, সাত দশমিক ছয় মাত্রার এই ভূমিকম্পটি ছিল দেশটির উপকূল থেকে ৭০ কিলোমিটার দূরে সমুদ্রের ৩৩ মাইল গভীরে।

জাপানের আবহাওয়া সংস্থা এরই মধ্যে সুনামি সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, প্রায় ১০ ফুট উচ্চতার আঘাত হানতে পারে এই ভূমিকম্পের ফলে।

জাপানি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সুনামির সতর্কতা জারির পর ওসব অঞ্চলের বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমিকম্পের পর ইস্ট জাপান রেলওয়ে কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। খবর বিবিসির।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ