নেত্রকোনার কেন্দুয়ায় জনতা ব্যাংকের প্রথম উপশাখা চালু
Published: 24th, October 2025 GMT
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রথম উপশাখা চালু করেছে রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক। সম্প্রতি কেন্দুয়া উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম। এ সময় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইনামুল হক তালুকদার উপস্থিত ছিলেন। জনতা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনতা ব্যাংকের প্রথম এই উপশাখা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ফারজানা খালেক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো.
জনতা ব্যাংক বলছে, দেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে তারা প্রান্তিক জনপদে প্রথম উপশাখা উদ্বোধনের মধ্য দিয়ে ব্যাংকিং সেবা পরিসর আরও বিস্তৃত করল।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জামায়াত নেতা মাও. জব্বারের আলীরটেক ইউনিয়নে গণসংযোগ
নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রির চর, বক্তারকান্দি, আমান মার্কেট, কুড়েরপাড়,ক্রোকের চর, এলাকায় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করে দাঁড়িপাল্লা প্রতীক সহ ইসলামিক দলগুলোর জন্য ভোট ও দোয়া চান।
গণসংযোগকালে মাওলানা আব্দুল জব্বার বলেন, আলীরটেক ও বক্তাবলী বাসীর দীর্ঘ দিনের চাওয়া একটি সেতু আমরা দলমত নির্বিশেষ সকলের ঐক্য প্রচেষ্টায় সেতু নির্মাণে জোরালো ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ “আমরা জনগণের অধিকার আদায়ের জন্য, একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনে অংশ নিচ্ছি।
মানুষ পরিবর্তন চায়, শান্তি চায়। দাঁড়িপাল্লা প্রতীক ইসলামের প্রতীক, শান্তির প্রতীক। জামায়াত নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, শোষণমুক্ত একটি সমাজ গড়ব।”
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল। আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই। আপনারা যদি একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ চান, তাহলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে যোগ্য লোককে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।”
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের উপস্থিতে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে দাঁড়িপাল্লা মার্কার স্লোগানে স্লোগানে মুখরিত স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরী কর্ম পরিষদ সদস্য ও শ্রমিক কল্যান ফেডারেশনের মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, নারায়ণগঞ্জ দক্ষিণ থানা আমীর খলিলুর রহমান টিটু,, সেক্রেটারি আলী আহম্মাদ সহ দুই শতাধিক নেতাকর্মী তারা মাওলানা আব্দুল জব্বারের পক্ষে স্লোগান দেন এবং ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।