বল হাতে অ্যালানার ইতিহাস, দ. আফ্রিকাকে উড়িয়ে শীর্ষেই রইল অস্ট্রেলিয়া
Published: 25th, October 2025 GMT
অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যালানা কিং গড়লেন নারী বিশ্বকাপের ইতিহাসে সেরা বোলিং রেকর্ড। ইন্দোরে আজ শনিবার (২৫ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি মাত্র ১৮ রানে নেন ৭ উইকেট। যা বিশ্বকাপ ইতিহাসে প্রথম কোনো সাত উইকেটের কীর্তি। তার ঘূর্ণি তোপে ২৪ ওভারে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৬.
এই কীর্তির মধ্য দিয়ে কিং ভেঙে দেন নিউ জিল্যান্ডের জ্যাকুলিন লর্ডের ১৯৮২ সালে ভারতের বিপক্ষে করা ৬ উইকেটের পুরনো রেকর্ডটি। ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে কিং বলেন, “উইকেট থেকে কিছুটা টার্ন আশা করেছিলাম। কিন্তু যতটা আদায় করতে পেরেছি, তাতে আমি খুশি। সবসময় উইকেট না পেলেও আমি জানি, দলে ভিন্ন ভূমিকা রাখতে পারি। শেষ কয়েক ম্যাচে শুধু প্রান্ত ধরে রাখার কাজ করেছি, আজ অস্ট্রেলিয়ার জন্য কাজটা সম্পন্ন করতে পেরে দারুণ লাগছে।”
আরো পড়ুন:
ভারতে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারকে শ্লীলতাহানি, গ্রেপ্তার ১
রোহিতের সেঞ্চুরি আর কোহলির ব্যাটে ভারতের দাপুটে জয়
এটি ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন দলীয় স্কোর। তাদের হয়ে অধিনায়ক লরা উলভ্যার্ট করেন সর্বোচ্চ ৩১ রান।
জবাবে অস্ট্রেলিয়ার ইনিংসের মেরুদণ্ড ছিলেন বেথ মুনি (৪২) ও জর্জিয়া ভল (৩৮ অপরাজিত)। তাদের ব্যাটে সহজ জয় তুলে নেয় সাতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যাদের ঝুলিতে এখন রয়েছে টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।
এই জয়ে অস্ট্রেলিয়া লিগ পর্ব শেষ করল ছয় জয় ও এক ‘নো রেজাল্ট’ নিয়ে শীর্ষে থেকে। তারা সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারতের, নাবি মুম্বাইয়ে আগামী বৃহস্পতিবার।
দক্ষিণ আফ্রিকা আপাতত দ্বিতীয় স্থানে আছে পাঁচ জয় নিয়ে। তবে ইংল্যান্ড যদি রোববার বিশাখাপত্তনমে নিউ জিল্যান্ডকে হারাতে পারে, তবে প্রোটিয়ারা নেমে যেতে পারে তৃতীয় স্থানে। সেদিনই বাংলাদেশ-ভারত ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে লিগ পর্বের খেলা।
ব্যাটিং সহায়ক উইকেটে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ ছিল না দক্ষিণ আফ্রিকার। ওপেনার তাজমিন ব্রিটস ও অধিনায়ক উলভ্যার্ট যোগ করেন ৩২ রান। কিন্তু এরপরই শুরু হয় ধস।
মেগান শুট ফেরান উলভ্যার্টকে, আর কিম গার্থ বোল্ড করেন ব্রিটসকে (৬)। এরপর নামেন অ্যালানা কিং এবং শুরু হয় প্রোটিয়াদের পতন। ৪২-২ থেকে ৬ ওভারে দল নেমে যায় ৬০-৬-এ! কিং সেই সময়টায় নেন টানা চার উইকেট, তাও বিনা রানে!
১২তম ওভারে তিনি এক ওভারেই ফেরান সুনে লুয়েস (৬) ও মারিজান ক্যাপকে (০)। এরপর ১৬তম ওভারে আরও দুটি পরপর বলে। আনরি ডের্কসেনকে বোল্ড আর ক্লোয়ি ট্রায়নকে শূন্যতে ক্যাচ করান। হ্যাটট্রিক হাতছাড়া হলেও ১৮তম ওভারে ফেরান সিনালো জাফতাকে (১৭ বলে ২৯)। ২০তম ওভারে মসাবাতা ক্লাসকে বোল্ড করে তিনি হয়ে যান প্রথম অস্ট্রেলীয় নারী ক্রিকেটার, যিনি বিশ্বকাপে ছয় উইকেট নিয়েছেন। শেষ উইকেট হিসেবে নাদিন ডি ক্লার্ককে (১৪) ফেরান তিনি। আর তাতেই শেষ হয় প্রোটিয়াদের ইনিংস। আর এ স্পেলের মাধ্যমে কিং ভেঙে দেন সতীর্থ এলিস পেরির ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে করা ৭-২২ রেকর্ডও।
মাত্র ৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লিচফিল্ড (৫) ও পেরি (০) দ্রুত ফিরলেও ভল ও মুনি ৬৫ বলে ৭৬ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে পৌঁছে দেন জয়ভূমিতে।
এই জয় অস্ট্রেলিয়ার কাছে দক্ষিণ আফ্রিকার টানা নবম পরাজয়। এখনো পর্যন্ত প্রোটিয়ারা একবারও হারাতে পারেনি বিশ্বকাপের সাতবারের চ্যাম্পিয়নদের।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব শ বক প র কর ড উইক ট
এছাড়াও পড়ুন:
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ছাড়িয়েছে
দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ বুধবার (২২ অক্টোবর) দিন শেষে ৩২ দশমিক ১০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
তবে, আন্তর্জাতিক মুদ্রা তহাবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) পদ্ধতি অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। গত ১৭ সেপ্টেম্বর বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬ দশমিক ০৮ বিলিয়ন ডলার।
আরো পড়ুন:
‘বাংলাদেশ ব্যাংকের কাজ করার স্বাধীনতা দিতে হবে’
আতিউর-বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
গত জুন মাস শেষে রেমিট্যান্সে আয়ের প্রবৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঋণের কারণে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলার হয়। এরপর গত জুলাইর প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ২০২ কোটি ডলার পরিশোধ করে বাংলাদেশ। তখন গ্রস রিজার্ভ কমে দাঁড়ায় ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে। আর বিপিএম-৬ অনুযায়ী তা ছিল ২৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। এরপর প্রবাসী আয় বাড়ার সঙ্গে সঙ্গে রিজার্ভ বাড়ছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রাখায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল ছিল। বিশেষ করে ডলারের দাম ১২২-১২৩ টাকায় স্থিতিশীল রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রাখে। বিপরীত দিকে রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকে। ফলে মাঝে মধ্যে বাজার থেকে ডলার ক্রয় করে কেন্দ্রীয় ব্যাংক। সেইসঙ্গে দাতা সংস্থার অনুদান রিজার্ভ বাড়ায় সহায়ক ভূমিকা পালন করে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২০২১ সালের আগস্টে সর্বোচ্চ উঠেছিল ৪৮ বিলিয়ন ডলারে। করোনা পরবর্তী সময়ে সংকট মেটাতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করে। ফলে ধীরে ধীরে কমতে থাকে রিজার্ভ। যা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ঘুরে দাঁড়াতে শুরু করেছে।
ঢাকা/নাজমুল/মাসুদ