বরেণ্য অভিনেতা সতীশ শাহ মারা গেছেন
Published: 26th, October 2025 GMT
বলিউডের বরেণ্য অভিনেতা সতীশ শাহ মারা গেছেন। শনিবার (২৫ অক্টোবর) বেলা আড়াইটায় মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। খবর ইন্ডিয়া টুডের।
সতীশ শাহর ম্যানেজার রমেশ জানান, ‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘জানে ভি দো ইয়ারো’, ‘ম্যায় হু না’ সিনেমায় অভিনয়ের জন্য জনপ্রিয় এই অভিনেতা কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন, সম্প্রতি তার কিডনি প্রতিস্থাপন করা হয়। তার মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন:
‘সালমান-আরবাজ পরস্পরকে ঘৃণা করে’
মালাইকার বয়স নিয়ে গোলক ধাঁধায় নেটিজেনরা
গতকাল এক ভিডিও বার্তায় পরিচালক অশোক পন্ডিত বলেন, “ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যে, আমাদের বন্ধু, খুব ভালো একজন অভিনেতা সতীশ শাহ, আজ দুপুর আড়াইটার দিকে কিডনি বিকল হয়ে মারা গিয়েছেন। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। শনিবার সকালে শারীরিক অবনতি ঘটলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত মরদেহ হাসপাতালেই রাখা হবে।”
সতীশ শাহর মৃত্যুতে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমেছে। মোক প্রকাশে করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন একঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন—অনুপম খের, আমিশা প্যাটেল, আর.
১৯৫১ সালের ২৫ জুন মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সতীশ শাহ। সত্তর দশকের মাঝামাঝি সময়ে রুপালি জগতে পা রাখেন। সতীশের অভিনয়জীবনের বয়স চার দশকেরও বেশি। টেলিভিশন, বড়পর্দা—দুই মাধ্যমেই সমানতালে অভিনয় করেছেন। ১৯৮৩ সালে ‘জানে ভি দো ইয়ারো’ সিনেমায় সতীশের অভিনয় দারুণভাবে প্রশংসা কুড়ায়।
এরপর থেকেই পরিচিতি পেতে শুরু করেন সতীশ। পরবর্তীতে অসংখ্য সিনেমায় অভিনয় করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো—‘হাম সাথ-সাথ হ্যায়’, ‘ম্যায় হু না’, ‘কাল হো না হো’, ‘কভি হ্যায় কাভি না’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ওম শান্তি ওম’ প্রভৃতি।
১৯৮৪ সালে টিভি ধারাবাহিকে কাজ করেন সতীশ শাহ। তার ক্যারিয়ারের অন্যতম কাজ ‘সারাভাই ভার্সেস সারাভাই’। এ ধারাবাহিকে নাম ভূমিকায় করেন। তার অভিনীত চরিত্রটি টেলিভিশনের অন্যতম আইকনিক চরিত্রগুলোর একটি।
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
আলোচিত সেই ভিক্ষুকের মৃত্যু
সিরাজগঞ্জে তিন বস্তা টাকা জমিয়ে আলোচনায় আসা ভিক্ষুক সালেহা বেগম (৬৫) মারা গেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি মারা যান। শনিবার (২৫ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার কান্দাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহরিয়ার শিপু বলেন, “সালেহা বেগম দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বগুড়ায় মারা যান তিনি। গতকাল শনিবার জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। তার জমানো টাকা মেয়েকে দেওয়া হবে।”
আরো পড়ুন:
বরিশালে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু
বাগেরহাটে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু
আরো পড়ুন: ভিক্ষুকের কাছে দুই বস্তা টাকা!
এলাকাবাসী জানান, সালেহা বেগম সিরাজগঞ্জ কওমি জুট মিলের বারান্দায় থাকতেন। কখনো নিজের প্রয়োজন মেটাতে কিংবা চিকিৎসার জন্যও টাকা খরচ করতেন না। দীর্ঘদিন অসুস্থ থাকা এই নারীর কাছে গত ৯ অক্টোবর জমানো তিন বস্তা টাকা পাওয়া যায়। অসুস্থ অবস্থায় প্রথমে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। জমানো টাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ ভর্তি করা হয়। দুইদিন পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার লিভার ক্যান্সার শনাক্ত করেন। ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।
প্রসঙ্গত, গত ৯ অক্টোবর সিরাজগঞ্জ শহরের মাছুমপুর নতুনপাড়ায় সালেহা বেগমের বসতঘর থেকে দুইদিনের ব্যবধানে তিন বস্তা টাকা উদ্ধার করেন এলাকবাসী। সেখানে ব্যবহারযোগ্য টাকার পরিমাণ ছিল ১ লাখ ৭৪ হাজার ৭৯ টাকা। সেই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল।
ঢাকা/অদিত্য/মাসুদ