জন্মের আগেই ৪০–৬০ হাজার টাকায় বিক্রি হয়ে যায় কুকুরগুলো, খামার ঢাকাতেই
Published: 26th, October 2025 GMT
ক্রেতারা আগে দেখেন মা–বাবাকে, তারপর বুকিং দেন বাচ্চা কিনতে, বাচ্চা জন্মের আগেই। মাইক, হিরো, বেহুলা, জরো, টম, ব্র্যান্ডি, আকিরা, বাবুস্কা, লিও, টুইংকেল, কিং অরিওসহ অন্যান্য জার্মান শেফার্ড এবং ইতালিয়ান ম্যাসটিফ, ইংল্যান্ডের বুল ম্যাসটিফ কুকুরের বাচ্চা কেনার জন্য এ বুকিং। এই কুকুরগুলোকে ‘গার্ড ডগ’ বা পাহারাদার কুকুর নামে চেনে সবাই।
মায়ের পেটে থাকতেই বিক্রি হয়ে যাওয়া কুকুরগুলোকে জন্মের পর তিন মাস থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। পাঁচ মাস বয়স থেকেই পাহারাদারের দায়িত্ব নিতে পারে এগুলো। জার্মান শেফার্ডের বাচ্চা বিক্রি হয় ৪০ হাজার টাকায়, ইতালিয়ান ও ইংল্যান্ডের ম্যাসটিফ ৬০ হাজার টাকায়।
এসব তথ্য পাওয়া গেল রিয়াদ মাহমুদ শাওনের কাছে। পাহারাদার কুকুরের বাচ্চা উৎপাদন ও বিক্রির জন্য ২০১৮ সালে একটি খামার গড়ে তোলেন তিনি, নাম ‘শাওনস কেনেল’। খামারটি রাজধানীর খিলগাঁও থানার ত্রিমোহিনী ইটাখোলা এলাকায়। শুরুতে বিদেশ থেকে কুকুর আমদানি করেন রিয়াদ, পরে খামারেই প্রজনন ঘটান। এখানে এখন ২৬টি বড় কুকুর আছে। তার একটি সবে মা হয়েছে, আরেকটি হবে। বাচ্চা জন্ম দেওয়ার আগে কিংবা পরপরই বিক্রি হয়ে যায় বলে সেগুলো কমই থাকে।
অনেকেই বলেন আমি কুকুর নিয়ে পাগলামি করছি। তবে কিছু করার নেই। এগুলোকে এখন আর কুকুর বলে মনে হয় না। এগুলো আমার সন্তানের মতো। এগুলোকে আমি বাচ্চা বলেই ডাকি।রিয়াদ মাহমুদ, মালিক, শাওনস কেনেলকয়েকটি কুকুরছানা দেখিয়ে রিয়াদ মাহমুদ বললেন, সবগুলোই বিক্রির জন্য বুকিং হয়ে গেছে। কুকুরগুলোর গর্ভকাল ৬৪ দিন। একসঙ্গে আট থেকে নয়টি বাচ্চা দেয়। তবে মায়ের স্বাস্থ্যের কথা চিন্তা করে বছরে একবার প্রজনন ঘটানো হয়।
তিনি জানান, এই কুকুরগুলোর একেকটির ঘাড় পর্যন্ত উচ্চতা ৩১ ইঞ্চির মতো। দুই পায়ে দাঁড়ালে প্রায় ছয় ফুটের মতো হয়। লাফ দিয়ে ১১ থেকে ১৫ ফুটের দেয়ালও ডিঙাতে পারে এগুলো। জার্মান শেফার্ডের ওজন হয় ৫০ থেকে ৬০ কেজি আর ইতালিয়ান ম্যাসটিফের ওজন ৮০ থেকে ১২০ কেজি। একেকটি পাহারাদার কুকুর ১২ থেকে ১৫ বছর নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতে পারে। এরপর বয়স্ক হয়ে গেলে তখন আর এ কাজ করতে পারে না।
শাওনস কেনেলে কুকুরছানাগুলো লালন–পালন করেন রিয়াদ মাহমুদ, তাঁর স্ত্রী লুবনা ইয়াসমীন এবং ছেলে ইল্লিন মাহমুদ আরিয়ান মিলে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ক রগ ল
এছাড়াও পড়ুন:
জন্মের আগেই ৪০–৬০ হাজার টাকায় বিক্রি হয়ে যায় কুকুরগুলো, খামার ঢাকাতেই
ক্রেতারা আগে দেখেন মা–বাবাকে, তারপর বুকিং দেন বাচ্চা কিনতে, বাচ্চা জন্মের আগেই। মাইক, হিরো, বেহুলা, জরো, টম, ব্র্যান্ডি, আকিরা, বাবুস্কা, লিও, টুইংকেল, কিং অরিওসহ অন্যান্য জার্মান শেফার্ড এবং ইতালিয়ান ম্যাসটিফ, ইংল্যান্ডের বুল ম্যাসটিফ কুকুরের বাচ্চা কেনার জন্য এ বুকিং। এই কুকুরগুলোকে ‘গার্ড ডগ’ বা পাহারাদার কুকুর নামে চেনে সবাই।
মায়ের পেটে থাকতেই বিক্রি হয়ে যাওয়া কুকুরগুলোকে জন্মের পর তিন মাস থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। পাঁচ মাস বয়স থেকেই পাহারাদারের দায়িত্ব নিতে পারে এগুলো। জার্মান শেফার্ডের বাচ্চা বিক্রি হয় ৪০ হাজার টাকায়, ইতালিয়ান ও ইংল্যান্ডের ম্যাসটিফ ৬০ হাজার টাকায়।
এসব তথ্য পাওয়া গেল রিয়াদ মাহমুদ শাওনের কাছে। পাহারাদার কুকুরের বাচ্চা উৎপাদন ও বিক্রির জন্য ২০১৮ সালে একটি খামার গড়ে তোলেন তিনি, নাম ‘শাওনস কেনেল’। খামারটি রাজধানীর খিলগাঁও থানার ত্রিমোহিনী ইটাখোলা এলাকায়। শুরুতে বিদেশ থেকে কুকুর আমদানি করেন রিয়াদ, পরে খামারেই প্রজনন ঘটান। এখানে এখন ২৬টি বড় কুকুর আছে। তার একটি সবে মা হয়েছে, আরেকটি হবে। বাচ্চা জন্ম দেওয়ার আগে কিংবা পরপরই বিক্রি হয়ে যায় বলে সেগুলো কমই থাকে।
অনেকেই বলেন আমি কুকুর নিয়ে পাগলামি করছি। তবে কিছু করার নেই। এগুলোকে এখন আর কুকুর বলে মনে হয় না। এগুলো আমার সন্তানের মতো। এগুলোকে আমি বাচ্চা বলেই ডাকি।রিয়াদ মাহমুদ, মালিক, শাওনস কেনেলকয়েকটি কুকুরছানা দেখিয়ে রিয়াদ মাহমুদ বললেন, সবগুলোই বিক্রির জন্য বুকিং হয়ে গেছে। কুকুরগুলোর গর্ভকাল ৬৪ দিন। একসঙ্গে আট থেকে নয়টি বাচ্চা দেয়। তবে মায়ের স্বাস্থ্যের কথা চিন্তা করে বছরে একবার প্রজনন ঘটানো হয়।
তিনি জানান, এই কুকুরগুলোর একেকটির ঘাড় পর্যন্ত উচ্চতা ৩১ ইঞ্চির মতো। দুই পায়ে দাঁড়ালে প্রায় ছয় ফুটের মতো হয়। লাফ দিয়ে ১১ থেকে ১৫ ফুটের দেয়ালও ডিঙাতে পারে এগুলো। জার্মান শেফার্ডের ওজন হয় ৫০ থেকে ৬০ কেজি আর ইতালিয়ান ম্যাসটিফের ওজন ৮০ থেকে ১২০ কেজি। একেকটি পাহারাদার কুকুর ১২ থেকে ১৫ বছর নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতে পারে। এরপর বয়স্ক হয়ে গেলে তখন আর এ কাজ করতে পারে না।
শাওনস কেনেলে কুকুরছানাগুলো লালন–পালন করেন রিয়াদ মাহমুদ, তাঁর স্ত্রী লুবনা ইয়াসমীন এবং ছেলে ইল্লিন মাহমুদ আরিয়ান মিলে