রকিব ভাইয়ের একটা মোটর বাইক আছে।
বাইক না ফড়িং। ফিফটি সিসি হোন্ডা।
কলকব্জা গেছে সেই ফড়িং বাহনের।
সারাই কারখানায় জমা দিতে হয়েছে।
রকিব ভাই ‘রহস্য পত্রিকা’ অফিসে আনাযানা করেন রিকশায়। সম্ভবত খিলগাঁও এলাকায় থাকেন। ‘রহস্যপত্রিকা’ অফিস সেগুনবাগিচায়। ‘রহস্য পত্রিকা’র সম্পাদক কাজীদা, মাসুদ সিরিজের স্রষ্টা কাজী আনোয়ার হোসেন। সহকারী সম্পাদক তিনজন। শেখ আবদুল হাকিম, রকিব হাসান ও নিয়াজ মোরশেদ। শিল্প নির্দেশক একজন। আমি। নিয়াজ ভাইয়ের মাধ্যমে আমি ‘রহস্য পত্রিকা’র সঙ্গে যুক্ত হয়েছি।
রকিব ভাই ও তার ফড়িংবাহনের কথায় ফিরি। ‘রহস্য পত্রিকা’ অফিস বসে সন্ধ্যায়। সহকারী সম্পাদকের দিন ভাগ করা আছে। সেদিন নিয়াজ ভাই ও রকিব ভাই ছিলেন। কাজ শেষ। রকিব ভাই বললেন, ‘ধ্রুব কি এলিফ্যান্ট রোডে থাকেন না?’
‘হ্যাঁ।’
‘অফিস থেকে তো বাসাতেই ফিরবেন?’
‘হ্যাঁ।’
‘তাইলে লন, একলগে যাই। আমার কাজ আছে এলিফ্যান্ট রোডে।’
লন। যাই।
জার্নি বাই রিকশা। উইথ রকিব ভাই।
মৎস্য ভবন পর্যন্ত গিয়ে জ্যামে আটকালাম। যানবাহনের, মানুষের জঘন্য ক্যাওস। সড়কদ্বীপের গাছেরা দেখছে। কয়েকজন গাছ। আমি চিনি না। তারা লম্বা, তারা সবুজ। রকিব ভাই বললেন, এরা পদাউক। বিদেশী গাছ। রকিব ভাই তার আর কাজীদার অ্যাডভেঞ্চারের গল্প বলছেন। দেশে শিকার নিষিদ্ধ হয়েছে। আগে তারা প্রচুর শিকারে যেতেন। জঙ্গল বিল হাওরে যেতেন।
ভালো লেখক সবসময় ভালো কথক হন না। রকিব ভাই ভালো কথক। জ্যাম মাথা থেকে ডিলিট করে দিয়ে জঙ্গল আমার মাথায় ঢুকিয়ে দিলেন। জঘন্য ক্যাওসের বদলে আমার মাথায় রাতের জঙ্গলের নানাবিধ আওয়াজ ঢুকে পড়ল। পাখির ডাক, ডানা ঝাপটানোর শব্দ, ঝিঁঝিঁর শব্দ, জন্তু জানোয়ারদের চলার নৈঃশব্দ্যের শব্দ। চল্লিশ-পয়তাল্লিশ মিনিটের ট্রিপ। রোমাঞ্চকর, ঘ্রাণ ও রূপময়। জঙ্গলের ঘ্রাণ, জঙ্গলের রূপ। জ্যাম জ্যামের নিয়মে কাটল। তাতে আমার কী? রকিব ভাই এলিফ্যান্ট রোড বাটার মোড়ের আগে নেমে গেলেন। আমি সেই জঙ্গলে থাকলাম।
আজ, এখন, এই লেখাটা যখন লিখছি, মনে হচ্ছে এসব গতকাল সন্ধ্যার ঘটনা।
সারাজীবন মনে হতে থাকবে সব গতকাল সন্ধ্যার ঘটনা।
আমার সারাজীবন আর কতদিন?
রকিব ভাই গেছেন, আমিও যাব।
‘জন্মিলে মরিতে হবে’- আমোঘ এই সত্য। অলংঘনীয় বিধান প্রকৃতির। মানুষের মেনে নেওয়া বা না নেওয়ার কোনও ব্যাপার এর মধ্যে নাই। তবুও জগতের মায়া, ধরা যায় না বলে এতো কষ্ট হয় হয়তো। কষ্ট হচ্ছে। গতকাল থেকে মগজ সম্পূর্ণ ব্লকেড হয়ে গেছে সেই সন্ধ্যায়। ‘কাউন্ট ড্রাকুলা’, ‘উড়ন্ত সসার’, ‘তিন গোয়েন্দা’ সিরিজের বিভিন্ন বইয়ের মলাট দেখছি সেই জঙ্গলে উড়ছে। রকিব ভাই এসব বই লিখেছেন। অনুবাদ করেছেন, রূপান্তর করেছেন।
আবুল কাসেম মোহাম্মদ আবদুর রাকিব। ডাক নাম হাসান। লেখক নাম রকিব হাসান। ১৯৫০ টু ২০২৫। আজকের পত্রিকায় দেখলাম, গতকাল এশার নামাজের পর শাহজাহানপুর কবরস্থানে জনপ্রিয় লেখক রকিব হাসানের দাফন সম্পন্ন হয়েছে।
রকিব ভাই!
১৬ অক্টোবর ২০২৫
ঢাকা/তারা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর রক ব ভ ই সন ধ য গতক ল
এছাড়াও পড়ুন:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পঞ্চগড়ে চাকরি, পদ ৩০
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পঞ্চগড় সিভিল সার্জন ও তাঁর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে ৪ ক্যাটাগরির ৩০টি পদে ‘পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি’ প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ১৬তম গ্রেডের এসব পদে শুধু পঞ্চগড় জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদন চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত।
পদের নাম ও বিবরণ
১। কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
২। পরিসংখ্যানবিদ
পদ সংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা।
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪)
৩। স্বাস্থ্য সহকারী
পদ সংখ্যা: ২৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
৪। গাড়িচালক
পদ সংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা অষ্টম শ্রেণি পাস। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা/ভারী গাড়ি চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহন চালনায় কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৭০০-২৩,৪৯০/- এবং ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৫/১৬)
বয়সসীমা (সকল পদের ক্ষেত্রে )
৪ নভেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর এর মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://cspqr.teletalk.com.bd -এ আবেদনপত্র পূরণ করবেন।
আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরুর তারিখ: ১৫ অক্টোবর ২০২৫, সকাল ১০:০০টা
আবেদনের শেষ তারিখ: ৪ নভেম্বর ২০২৫, বিকাল ৫.০০টা
শর্তগুলো–
১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। একাধিক পদে আবেদন করলে সব আবেদন বাতিল বলে গণ্য হবে।
৩। কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
৪। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ২০১৮ খ্রি. এবং সিভিল সার্জনের কার্যালয়, পঞ্চগড় কর্তৃক ২০২৪ খ্রি.–এর পঞ্চগড় জেলার জন্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যেসব প্রার্থী স্বাস্থ্য সহকারী পদে আবেদন করেছেন, সেসব আবেদনকারীকে পুনরায় আবেদন করার প্রয়োজন হবে না অর্থাৎ তাদের পূর্বের আবেদন বহাল থাকবে।
নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য ওয়েবসাইট হতে জানা যাবে।