বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও জনসংযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩ টা থেকে ৬ ও ৭ নং ওয়ার্ডের মুছাপুর, ডুমুরতলা, মিনারবাড়ী, হরিবাড়ী, জহরপুর, ঋষিবাড়ী, তাজপুর, প্রেমতলা, লাঙ্গলবন্দ এলাকায় বাবুলের পক্ষে জনসংযোগ করেন মুছাপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কাসেম, বিএনপি নেতা মো.

আক্তার হোসেন। 

এ সময় মুসাপুর থেকে শুরু করে কয়েকশত সমর্থক নিয়ে বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে ৩১ দফার বার্তা পৌঁছে দেয়া হয়। মিছিলটি লাঙ্গলবন্দ বাজারে পৌছলে উপস্থিত সাধারণের সাথে একটি পথসভা করা হয়। 

সংক্ষিপ্ত বক্তব্যে মুছাপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কাসেম বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাবুল ভাইয়ের পক্ষে জনসংযোগ ও ঘরে ঘরে লিফলেট এবং ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছি। 

আমরা মুসাপুর ইউনিয়ন বাসী উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে আবু জাফর আহমেদ বাবুল ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। আমরা মুসাপুর ইউনিয়নবাসী তাহার পক্ষে আছি থাকবো। ওনাকে মনোনয়ন দিলে ধানের শীষের জয় হবে, ইনশাআল্লাহ।

এসময় অন্যান্যদের সাথে আরো উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুস সাত্তার, মো. সোহেল রানা, মো. মাসুম বিল্লাহ, ইমরান হোসেন, পাপ্পু, মো. ফয়সাল, সুমন, , শাহাবুদ্দিন, মোদাসসির রহমান, আপন সহ  স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ত র ক রহম ন জনস য গ ব এনপ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

ইউনিয়ন পরিয়দ ন্যায় ও সততার সাথে কাজ করলে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রাপ্তিতে গ্রাম আদালত উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। 

স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ব্যতীত অন্য কোন জনপ্রতিনিধি বিচারিক ক্ষমতা নেই। তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের গ্রাম আদালতের কার্যক্রমকে দায়িত্ব নিয়ে সম্পন্ন করা উচিত। অল্প সময়ে, স্বল্প খরচে স্থানীয় পর্যায়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিতে গ্রাম আদালত উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। 

বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম অর্ধ-বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাসহ সদস্যদের গ্রাম আদালতের এখতিয়ারাধীন মামলাসমূহে সালিশের মাধ্যমে বিচার পরিহার করতে হবে। গ্রাম আদালত দেশের আইন ও বিধিমালা পরিচালিত একটি আদালত।

এই আদালতে কোন আইনজীবীর প্রয়োজন পড়ে না। আবেদনকারী এবং প্রতিবাদী পক্ষের দুইজন সদস্য নিয়ে এই আদালত গঠিত হয় বিধায় এখানে পক্ষপাতিত্বের সম্ভাবনা নাই বললেই চলে।

ইউনিয়ন পরিয়দ ন্যায় ও সততার সাথে কাজ করলে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রাপ্তিতে গ্রাম আদালত উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। 

স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এর আয়োজনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার শাখা, নারায়ণগঞ্জ।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নিয়মিত মনিটরিং এর মাধ্যমে গ্রাম আদালতকে আরো শক্তিশালী করা হবে। স্থানীয় মানুষ নিজেদের ছোটখাট বিরোধ ইউনিয়ন পরিষদে নিষ্পত্তি করতে পারলে জেলা আদালতে মামলার চাপও কমবে। 

জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার টি.এম রাহসিন কবিরের সঞ্চালনায় জেলার জুলাই ২০২৪- সেপ্টেম্বর ২০২৫ গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জসমূহ এবং শিক্ষণীয় দিকসমূহ পর্যালোচনা এবং করণীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ফিরোজা বেগম ঝুমুর, জেলা ম্যানেজার, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন নেছাসহ প্রমুখ। এছাড়া সভায় নারায়ণগঞ্জ জেলার ৩৯ টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা ’ আনিসুল ইসলাম সানি
  • আমি এমপি হলে এখানকার ন্যায্য হিস্যা আদায় করে আনবো : মামুন মাহমুদ
  • নাসিক এলাকায় কমছেনা ডেঙ্গুর প্রকোপ  
  • সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে আনিসুল ইসলাম সানির শোক
  • সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদের শোক
  • বিরল রোগে আক্রান্ত শিশুর পাশে ডিসি জাহিদুল
  • সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
  • নারায়ণগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত 
  • বন্দরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম করলো জাপা দোসররা