তাসকিনের ২ উইকেট, সাইফদের হার
Published: 19th, November 2025 GMT
৬ বলে দরকার ৮ রান, স্ট্রাইকে সাইফ হাসান। ততক্ষণে ৯ বলে ১৪ রান হয়ে গেছে তাঁর। ম্যাচ জেতানোর ভালো সুযোগ সামনে। কিন্তু শাহনওয়াজ দাহানির প্রথম বলে নিতে পারলেন সিঙ্গেল, তৃতীয় বলে স্ট্রাইকে ফিরে তুলে দিলেন ক্যাচ।
সাইফ পারলেন না, এরপর পারলেন না টাইমাল মিলস আর স্যাম বিলিংসরাও। শেষ ওভারে ৩ রান খরচে ২ উইকেট নিয়ে নায়ক হয়ে গেলেন দাহানি। আবুধাবি টি–টেন লিগে অ্যাসপিন স্ট্যালিয়নসের বিপক্ষে দাহানির দল নর্দার্ন ওয়ারিয়র্স জিতে যায় ৪ রানে।
দাহানি যদি নায়ক হন, তাহলে পার্শ্বনায়ক তাসকিন আহমেদ। শেষের আগের ওভারে স্ট্যালিয়নসের সর্বোচ্চ রান সংগ্রাহক আভিষ্কা ফার্নান্দোকে ফিরিয়েছেন বাংলাদেশি এ পেসারই। উইকেটও নিয়েছেন দাহানির মতো ২টি।
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নর্দার্ন ওয়ারিয়র্স ১০ ওভারে করে ১ উইকেটে ১১৪। জনসন চার্লস ৩৪ বলে ৫৫ এবং কলিন মুনরো ২১ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের সাইফ ১ ওভার অফ স্পিন করে দেন ১৭ রান।
আরও পড়ুন৯৯-এ অপরাজিত মুশফিকের অপেক্ষা কাল সকালের, শততম টেস্টে নাটকীয় প্রথম দিন২ ঘণ্টা আগেতাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে আন্দ্রে ফ্লেচারকে হারায় স্ট্যালিয়নস। সাবেক ওয়েস্ট ইন্ডিজ ব্যটসম্যান বোল্ড হন তাসকিনের বলে। তাসকিনের ওভারটি থেকে মাত্র ৯ রান হলেও প্রথম ৫ ওভার শেষে স্ট্যালিয়নসের স্কোরবোর্ডে জমা হয় ২ উইকেটে ৬৫ রান। ষষ্ঠ ওভারের প্রথম বলে স্ট্যালিয়নসের লুইস ডি প্লয় আউট হলে মাঠে নামেন সাইফ।
আভিষ্কা ফার্নান্দোর সঙ্গে তাঁর ১৮ বলের জুটিতে দল পায় ৩০ রান। আভিষ্কা ২০ বলে ৩৩ রান করে তাসকিনের বলে শিমরন হেটমায়ারের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এই ওভারে তাসকিনের বিপক্ষে ১ বল খেলে ১ রান নেন সাইফ। তাসকিন তাঁর ২ ওভারের স্পেল শেষ করেন ২১ রানে ২ উইকেট নিয়ে।
এর পরের ওভারেই দাহানি সাইফদের ফিরিয়ে ম্যাচ জেতান ওয়ারিয়র্সকে।
আরও পড়ুনআয়ারল্যান্ড কি ইচ্ছা করেই আজ মুশফিককে সেঞ্চুরি করতে দেয়নি১ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ট য ল য়নস র ২ উইক ট প রথম
এছাড়াও পড়ুন:
দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
দেশের বাজারে স্বর্ণের দাম কমেছিল আবারও বেড়েছে। ভালো মানের স্বর্ণ ভরিতে ২ হাজার ৬১২ টাকা বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা।
বুধবার (১৯ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
আরো পড়ুন:
স্বর্ণের দাম কমল
ধামরাইয়ের বাজারে বাড়ছে সবজির সরবরাহ, দাম অপরিবর্তিত
বাজুস জানায়, বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে ২ লাখ ৩ টাকা, ১৮ ক্যারেটের দাম হবে এক লাখ ৭১ হাজার ৪২৬ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম পড়বে এক লাখ ৪২ হাজার ৫৯২ টাকা।
বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ এক লাখ ৯৭ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৬৯ হাজার ২৯১ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৪০ হাজার ৭৬১ টাকায় বিক্রি হয়েছে।
এর আগে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ আট হাজার ২৭২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৮ হাজার ৪০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪১ হাজার ৭১৭ টাকায় বিক্রি হয়েছিল।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
ঢাকা/নাজমুল/সাইফ