গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় কনক লতা মন্ডল (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। কনক লতা গোপালগঞ্জ সদর উপজেলার ডোমরাশুর গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন:

মুন্সীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল নারীর

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানিয়েছেন, কনক লতা গান্ধীয়াশুর এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি গাড়ি চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেলারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। 

ঢাকা/বাদল/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত গ প লগঞ জ

এছাড়াও পড়ুন:

রাঙামাটিতে হরতাল প্রত্যাহার

হরতালের কারণে নিরাপত্তা বিবেচনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের পর কোটাবিরোধী ঐক্য জোটের ডাকা ৩৬ ঘণ্টা হরতাল দুপুর ২টার পর প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।

সংগঠনের অন্যতম নেতা নুরুল আলম বলেন, ‘‘নিয়োগ স্থগিতের বিষয়টি আমরা স্বাগত জানাই। তবে আমরা শনিবার পর্যন্ত অপেক্ষা করব, আমাদের যে ছয় দফা দাবি ছিল; তার বিষয়ে জেলা পরিষদ সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানাবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ২টা থেকে হরতাল প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি।’’

আন্দোলনকারীরা জানান, সরকারি নিয়োগে ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হলেও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এই আইন মানছে না। জেলা পরিষদ ৭০ শতাংশ পাহাড়ি ও ৩০ শতাংশ বাঙালি এই কোটা মেনে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে চাচ্ছে। এটি চরম বৈষম্য। এই বৈষম্যের প্রতিবাদে জেলা পরিষদের কাছে ছয় দফা দাবি জানানো হয়েছে।

ঢাকা/শংকর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ