সময় ১০ দিন, অনলাইনে রিটার্ন দেবেন কীভাবে
Published: 20th, November 2025 GMT
ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়-ব্যয়ের খবর জানিয়ে আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় আছে মাত্র ১০ দিন। সব করদাতাকে রিটার্ন দিতে হলে এই ওয়েবসাইটে (https://etaxnbr.gov.bd/#/landing-page) গিয়ে জমা দিতে হবে। এ জন্য প্রথমে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন নিয়ে পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার রিটার্ন জমা দিতে পারবেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাঙামাটিতে হরতাল প্রত্যাহার
হরতালের কারণে নিরাপত্তা বিবেচনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের পর কোটাবিরোধী ঐক্য জোটের ডাকা ৩৬ ঘণ্টা হরতাল দুপুর ২টার পর প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।
সংগঠনের অন্যতম নেতা নুরুল আলম বলেন, ‘‘নিয়োগ স্থগিতের বিষয়টি আমরা স্বাগত জানাই। তবে আমরা শনিবার পর্যন্ত অপেক্ষা করব, আমাদের যে ছয় দফা দাবি ছিল; তার বিষয়ে জেলা পরিষদ সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানাবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ২টা থেকে হরতাল প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি।’’
আন্দোলনকারীরা জানান, সরকারি নিয়োগে ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হলেও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এই আইন মানছে না। জেলা পরিষদ ৭০ শতাংশ পাহাড়ি ও ৩০ শতাংশ বাঙালি এই কোটা মেনে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে চাচ্ছে। এটি চরম বৈষম্য। এই বৈষম্যের প্রতিবাদে জেলা পরিষদের কাছে ছয় দফা দাবি জানানো হয়েছে।
ঢাকা/শংকর/রাজীব