তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন বন্ধ করবেন ট্রাম্প
Published: 28th, November 2025 GMT
‘তৃতীয় বিশ্বের সব দেশ’ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন ‘স্থায়ীভাবে বন্ধ’ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ড বাহিনীর সদস্যদের ওপর হামলার পর বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দিয়েছেন।
ওয়াশিংটন ডিসিতে এ হামলার জন্য ট্রাম্প পূর্বসূরী জো বাইডেন আমলের নিরাপত্তা যাচাই-বাছাইয়ের ব্যর্থতাকে দায় দিচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ট্রাম্প অবশ্য কোনো দেশের নাম উল্লেখ করেননি বা তৃতীয় বিশ্বের দেশ বলতে কী বোঝাতে চেয়েছেন বা ‘স্থায়ীভাবে বন্ধ’ বলতে কী বোঝাতে চেয়েছেন তা ব্যাখ্যা করেননি। তিনি জানিয়েছেন, এই পরিকল্পনায় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীনে অনুমোদিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছেন, “আমি মার্কিন ব্যবস্থা সম্পূর্ণরূপে পুনরুদ্ধারের অনুমতি দেওয়ার জন্য তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করব, ঘুমন্ত জো বাইডেনের অটোপেন স্বাক্ষরিতসহ লাখ লাখ অবৈধ প্রবেশাধিকার বাতিল করব এবং যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদ নয় তাদের অপসারণ করব।”
মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘নাগরিক-নন’ এমন ব্যক্তিদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের সব সুযোগ-সুবিধা ও ভর্তুকি বাতিল করবেন তিনি।
যুক্তরাষ্ট্রের শান্তি-শৃঙ্খলায় যারা ব্যাঘাত ঘটাবে তাদের নাগরিকত্ব বাতিল করা হবে এবং যে বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রের ওপর বোঝা কিংবা নিরাপত্তা ঝুঁকি হয়ে দাঁড়াবে বা ‘পশ্চিমা সভ্যতার সঙ্গে খাপ খাবে না’ তাদেরকে ফেরত পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র র
এছাড়াও পড়ুন:
দাউদকান্দিতে বাসের ধাক্কায় ট্রলির দুই আরোহী নিহত
কুমিল্লার দাউদকান্দিতে বাসের ধাক্কায় ইটবাহী ট্রলির দুই আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হুগুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন ট্রলির দুই আরোহী। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তিদের একজন হলেন চান্দিনা উপজেলার বকরীকান্দী গ্রামের মৃত ফজলুল হকের ছেলে তাফাজ্জল হোসেন (৪৫)। আরেকজনের নাম–পরিচয় পাওয়া যায়নি। তাঁর আনুমানিক বয়স ৪০ বছর। হতাহত ব্যক্তিরা নির্মাণশ্রমিক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে স্টারলাইন পরিবহনের একটি বাস ফেনীতে যাচ্ছিল। বেলা পৌনে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হুগুলিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ট্রলির দুই আরোহী নিহত হন। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত তাফাজ্জল হোসেনের স্ত্রী জোসনা আক্তার বলেন, তাঁর স্বামী ইট ভাঙার কাজ করতেন। কাজ শেষ করে ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দাউদকান্দির স্বল্পপেন্নাই এলাকা থেকে বাসটি জব্দ করেছে। এ সময় বাসচালক ও তাঁর সহকারী পালিয়ে যান। বাসটি দাউদকান্দি হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, লাশ দুটি দাউদকান্দি হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে। নিহত একজনের নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।